নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

একুশের গান

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬



একুশের গান
লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলার ভাষা মায়ের ভাষা
যারা মাতৃভাষার তরে,
দিল বলিদান কত শত প্রাণ
মোদের বাংলার পরে।

আকাশে বাতাসে শুধু ভেসে আসে
অমর একুশের গান,
মাতৃভাষা শহীদ দিবসে মোদের
জাগিয়া উঠিছে প্রাণ।

রক্তের বিনিময়ে ভাষার সংগ্রামে
শত প্রাণ বলিদান,
শহীদ স্মৃতিতে অমর একুশে
রাখিল দেশের মান।


অমর একুশে ভাষা দিবসে
স্মৃতি কোণে গাঁথা রয়,
সন্তান হারা কত না মায়ের
আজও অশ্রুধারা বয়।

হল বলিদান কত শত প্রাণ
বাংলা মাতৃভাষা তরে,
কত না যন্ত্রণা সহিলাম মোরা
কত শত বছর ধরে।

মাতৃভাষার দিবসে আজিকে
সেই ব্যথা বুকে বাজে,
যাঁদের রক্তে হলো রঞ্জিত
ধূলি কণা ধরা মাঝে।

শত তরুণের তাজা খুনে আজ
উদিল অরুণ রবি,
যেদিকে তাকাই দেখিবারে পাই
শহীদ তরুণ ছবি।

সন্তান হারা মায়েদের অশ্রু
আজও অবিরত ঝরে,
বাংলার ভাষা মায়ের ভাষা
লেখা রক্তাক্ত অক্ষরে।

বুকের রক্তে লিখেছে যাঁরা
বাংলা ভাষার নাম।
স্মরণ করি আজিকে তাঁদের
জানাই লাল সেলাম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: আর কয়েকদিন পর আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.