![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনে রাঙা বিবাহ-বার্ষিকী
লক্ষ্মণ ভাণ্ডারী
ফাগুন রাঙানো অরুণ প্রভাতে
বিবাহ বার্ষিকী আজ,
তরুশাখে শোভে নব কিশলয়
অপরূপ তার সাজ।
ফুলের বাগানে ফুটেছে কলিরা
পাখিরা গাহিছে গীত,
বসন্ত এলো রে এ ধরার পরে
নাহি আজি আর শীত।
কমল কাননে মধু আহরণে
ধেয়ে চলে অলিদল,
অজয় তটিনী আপনার বেগে
বয়ে চলে কল কল।
ফাগুনের রঙে রাঙিয়ে ভুবন
অরুণ ডুবিল সাঁঝে,
বেজে উঠেছিলো বিয়ের সানাই
সেদিন আঙিনা মাঝে।
চাঁদ তারা হাসে রাতের আকাশে
রাত কাটে ভোর হয়,
বর্ষে বর্ষে আসে বিবাহ বার্ষিকী
স্মৃতি হয়ে মধুময়।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
ইব্রাহীম আই কে বলেছেন: সুন্দর কবিতা।