নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলার ভাষা বাংলার গান

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯

“বাংলার ভাষা বাংলার গান” কবিতাটি জাতীয় চেতনার কবিতা। বাঙালির আশা, বাঙালির ভাষা, বাংলা মাতৃভাষার উপর কবিতাটিতে আলোকপাত করা হয়েছে। জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে কবি কবিতাটির উপস্থাপনা করেছেন।
আসুন, আমরা বাংলা মাতৃ-ভাষার তরে যাঁরা প্রাণ বলিদান দিয়ে গেছেন, তাঁদের আজ আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি। তাঁদের প্রতি জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা ও সম্মানের সাথে শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিই।



সদর্পে বলি বাংলা আমার ভাষা, বাংলা আমার গর্ব আমার আশার আলো, আমার মুক্তির দিশারী।
বাংলার মাটি আমার সুখের স্বর্গধাম, বাংলা আমার হৃদয়ের গান, বাংলা আমার প্রাণ,
আমার প্রাণের দোতারা। সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

বাংলার ভাষা বাংলার গান
লক্ষ্মণ ভাণ্ডারী



বাংলার ভাষা বাংলার গান
শুনে জুড়ায় মন প্রাণ,
বাংলার গাছে কোকিল ডাকে
মধুর সুরে কুহু-তান।

বাংলার পথে বাংলার বাউল
সুর বাঁধে একতারায়,
ভাটিয়ালি গেয়ে বাংলার মাঝি
নদীর জলে বৈঠা বায়।

গাছে নাচে দোয়েল ও ফিঙে
দেখে জুড়ায় নয়ন মন।
পথের দুধারে সবুজ গাছ
তাল সুপারি খেজুর বন।

বাংলার মাটি বাংলার জলে
বাংলার চাষী করে চাষ,
বাংলায় ফলে সোনার ফসল
সুখে কাটায় বারো মাস।

বাংলার মাটি সুখের স্বর্গধাম
বাংলা আমার মাতৃভাষা,
বাংলা আমার প্রাণের স্পন্দন
চিত্তে জাগায় নব আশা।

বাংলার সুখে সুখী মোরা সবে
দুঃখে কাঁদে মোদের বুক,
বাংলা ভাষায় কথা বলি মোরা
বাংলার মাটিতে স্বর্গসুখ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: জয় বাংলা,জয় বাংলা।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: আমাদের ঢাকায় গতকাল রাতে পুরান ঢাকায়ত আগুন লেগেছে।
৭০ জনের উপরে মানুষ মারা গেছে। আমাদের মন ভালো নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.