![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বাংলা মায়ের বাংলা ভাষা” কবিতাটি দেশাত্মবোধক কবিতা। বাঙালির আশা, বাঙালির ভাষা, বাংলা মাতৃভাষার উপর কবিতাটিতে আলোকপাত করা হয়েছে। বাংলা ভাষা সবার প্রিয় ভাষা, সবার পছন্দের ভাষা, সবার হৃদয়ের ভাষা। জাতীয় চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে কবি কবিতাটির উপস্থাপনা করেছেন।
কোটি কোটি বাঙালির কণ্ঠে ধ্বনিত হোক বাংলার গান। কবির সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে চিত্কার করে বলুন, “ বাংলা আমার মাতৃভাষা, বাংলা ভাষা আমার গর্ব। আমার আশার আলো, আমার মুক্তির দিশারী। বাংলার মাটি আমার সুখের স্বর্গধাম, বাংলা আমার হৃদয়ের গান, বাংলা আমার প্রাণ, আমার প্রাণের দোতারা। বাংলা ভাষার মান অক্ষুন্ন রাখা সারা জীবনের ব্রত, আমার পবিত্রতম কর্তব্য। আমার জীবন সাধনা।”
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
বাংলা মায়ের বাংলা ভাষা
লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলা মায়ের বাংলা ভাষা
মাতৃভাষা আমার,
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
এই ভাষাতেই আমের গাছে
কোকিল গাহে গান,
এই ভাষাতেই আমরা শুনি
নদীর কলতান।
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
বাংলা আমার মায়ের ভাষা
সুন্দর চমত্কার।
এই ভাষাতেই বাংলার বাউল
একতারাটি ধরে,
মধুর সুরে বাউল গান গায়
হৃদয় ওঠে ভরে।
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
বাংলা মোদের মেটায় আশা
ভরসা সবাকার।
এই ভাষাতেই গান গেয়ে ভাই
চাষীরা করে চাষ,
রোদে পুড়ে জলে ভিজে ঘাম
ঝরায় বারোমাস।
বাংলা আমার মুখের ভাষা
ভারি চমত্কার।
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
এই ভাষাতেই মধুর সুরে
বাজে বাঁশের বাশি,
বাংলা আমার হদয়ের গান
শুনতে ভালবাসি।
বাংলা আমার মায়ের আঁচল
গলার কণ্ঠহার।
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অহংকার।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০
আহমেদ জী এস বলেছেন: লক্ষণ ভান্ডারী,
বাংলা শুধু আমার বাংলা মায়ের ভাষাই নয় , আপামর মানুষের ভাষা, তাদের মনের ভাব ব্যক্ত করার মোক্ষম একটি মাধ্যম। যেমনটি আপনি আপনার কবিতাটিতে বলেছেন।