নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে আছে ছোট ঘর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২




“গাঁয়ে আছে ছোট ঘর” কবিতাটি ছোটদের উপযোগী ছড়ার কবিতা। শিশুদের উপযোগী এই ধরণের ছড়া কবিতার রচনা কবির প্রথম প্রয়াস। আশা করি সহৃদয় কবিবন্ধু ও পাঠকগণ কবিতা সংক্রান্ত সু-পরামর্শ দিলে বাধিত হব।
সামহোয়্যার ব্লগের সাথে সংযুক্ত সকল কবিবন্ধু ও লেখকবন্ধুদের জানাই আন্তরিক ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

গাঁয়ে আছে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট ঘর, সবুজ গাছের ছায়া,
গাঁ আমার মাটি আমার আছে মমতা মায়া।
গাঁয়ে আছে ছোট দিঘি পদ্মদিঘি তার নাম,
গাঁয়ের মাটি স্বর্গ আমার পূণ্য পবিত্র-ধাম।

গাঁয়ে আছে আমবন বসন্তে কোকিল গায়,
তরুছায়ে মধুর সুরে রাখাল বাঁশি বাজায়।
রাঙা মাটি পথ ধরে আসে কৃষকের দল,
সারাদিন খাটে মাঠে ফলায় সোনা ফসল।

বেলা যেই আসে পড়ে অজয় নদীর ঘাটে,
দিবসের শেষে পশ্চিমেতে সূর্য বসে পাটে।
আপন বাসায় ফেরে পাখি সব কলরব করে,
জ্বলে দীপ বাজে শঙ্খ এই গাঁয়ে প্রতি ঘরে।

সাঁঝের আঁধার নামে। বাজে সাঁঝের সানাই,
চাঁদ তারা হাসে খেলে নীল আকাশের গায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: গ্রাম অনেক সুন্দর হয়।
তাই তো মানুষ সময় পেলেই গ্রামে ছুটে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.