নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ের অজয় নদী

০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আমার গাঁয়ের অজয় নদী
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ের অজয় নদী
অবিরাম চলে বয়ে,
অজয়ের ঘাটে বধূরা আসে
কাঁখেতে কলসী লয়ে।

ঘাটের কাছে বটের গাছে
পাখি সব গীত গায়,
একতারা নিয়ে বাউল গাহে
গাঁয়ের বাউল ভাই।

রবিবার তাই অজয়ের ঘাটে
বসেছে আজিকে হাট,
দিনশেষে সবে চলে কলরবে
নির্জন নদীর ঘাট।

দিনের শেষে ক্লান্ত পাখিরা
ফিরিছে আপন নীড়ে,
নির্জন ঘাটে আঁধার নামে
অজয় নদীর তীরে।

আমার গাঁয়ের অজয় নদী
কুলু কুলু বয়ে চলে,
পূর্ণিমা রাতে জোছনা ঝরে
অজয় নদীর জলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: খুব খুব সুন্দর।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: আরও একটি মনোরম অজয় কাব্য, কবির জন্য ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.