নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট গাঁয়ে দুইপাশে

১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৭


আমাদের ছোট গাঁয়ে দুইপাশে বাড়ি,
রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি।
সকালে সোনার রবি পূবদিকে হাসে,
সবুজ গাছের সারি রাঙাপথ পাশে।

গাঁয়ে আছে ছোট দিঘি জল তার কালো,
মরাল মরালী ভাসে দেখে লাগে ভালো।
পানকৌড়ি আসে রোজ ডুব দেয় জলে,
জাল ফেলে মাছ ধরে জেলেরা সকলে।

গাঁয়ে আছে ছোট নদী সরু বালিচর,
কল-কল অবিরল বহে নিরন্তর।
কলসীতে জল ভরে বধূরা সকলে,
রাঙাপথে চলে সবে স্নান সারা হলে।

বেলা পড়ে আসে যবে নদী কিনারায়,
অস্তাচলে ঢলে রবি কিরণ হারায়।
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে,
চাঁদ উঠে তারা ফুটে নিশিরাত কাটে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: আবারও একটি মনমুগ্ধকর অজয় কাব্য।

২| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯

আনু মোল্লাহ বলেছেন: আমাদের গাঁ চিরকাল সুন্দর।

৪| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৩

অজ্ঞ বালক বলেছেন: সুন্দর ছড়া।

৫| ১০ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৫

তীর্থক বলেছেন: বাহ, বাহ, বাহ! বহুত খুব! চালিয়ে যান! পরেরটার অপেক্ষায় থাকব!

৬| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩

বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.