নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাহি মানবের গান

৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

গাহি মানবের গান
লক্ষ্মণ ভাণ্ডারী



গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।

ঊষর মরুর বুক চিরে যারা
চালায় লোহার লাঙল,
রোদে পুড়ে আর জলে ভিজে যারা
ফলায় সোনার ফসল।

তারাই মানব, তারাই দেবতা গাহি তাদের জয়গান,
মানবের মাঝে নিয়ত বিরাজে ওই জাগ্রত ভগবান।

গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।

কেটেছে অরণ্য গড়েছে নগর
বিশাল ধরিত্রী মাঝারে,
সাগর সেঁচিয়া এনেছে মুকুতা
ডুবিয়া অকূল পাথারে।

তারাই মানব তারাই দেবতা, করহ তাদের সম্মান।
তাদের মাঝারে বিরাজে ঈশ্বর মানবের ঐ ভগবান।

গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।


কেটেছে পাহাড় কুড়ায়ে পাথর
গড়েছে যে পথ বন্ধুর,
বিজনে নগরে অট্টালিকা গড়ে
তারাই মানব ঠাকুর।

মানবের তরে যুগ যুগ ধরে ঝরেছে যাদেরই ঘাম,
তারাই আজিকে জাতির দেবতা গাহি তার জয়গান।

গাহি মানবের গান,
মানবের মাঝে সতত বিরাজে সদা শ্বাশত ভগবান।




প্রতি উত্তরের আশায় বা মন্তব্য পাওয়ার প্রত্যাশায় মন্তব্য করবেন না। কর্মক্ষেত্রে ব্যস্ততার জন্য সময়ের অভাবে অথবা প্রয়োজনবোধে কবি প্রতিটি মন্তব্যের প্রত্যুত্তর নাও দিতে পারেন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২| ৩১ শে মে, ২০১৯ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


জয়গুরু, অজয় নদীর তীরে মেয়েরা কেন মাথায় করে বালি সিমেন্ট টানে, পুরুষেরা কি করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.