নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাড়ি আমার পাখির বাসা

০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৩:১৭

বাড়ি আমার পাখির বাসা
লক্ষ্মণ ভাণ্ডারী



আকাশ পারে পূবের কোণে সূর্য্যি যখন উঠে,
ফুল বাগানে ফুলের কলি সকলি দেখি ফুটে।
সোনার আলো ঝলমলিয়ে উঠোনে রোদ হাসে,
কাকের দল ঝগড়া করে কূয়ো তলার পাশে।

দুটো শালিক সকাল হলে ঘুরে উঠোনময়,
জোড়াশালিক দেখতে ভালো সবলোকেই কয়।
আমার বাড়ি বেড়ার পাশে, আছে আমের বন,
সারাটা দিন কোকিল ডাকে, ভরে আমার মন।

চড়ুই পাখি উঠোনে রোজ চরতে যবে আসে,
ফড়িংগুলো উড়তে থাকে কচি সবুজ ঘাসে।
ময়না, টিয়া, পায়রাগুলো, ঘুরে উঠোনটায়,
একটু পরে কেউবা ঘুরে, কেউবা উড়ে যায়।

পাখির মত আপনজন কোথায় গেলে পাই?
বাড়ি আমার পাখির বাসা সুখ শান্তির ঠাঁই।


-----------------------------------------------


ঈদ মোবারক:-

“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সারা ভুবনময়,
জাতি-গত বিরোধ ভুলে করবো বিশ্বজয়।”

 সবাইকে জানাই পবিত্রতম ঈদের শুভেচ্ছা।
 সাথে থাকবেন। এটা প্রত্যাশা করি।
 জয়গুরু!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২| ০৪ ঠা জুন, ২০১৯ বিকাল ৫:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

৩| ০৪ ঠা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর হয়েছে। কবিতা লেখা একটা কঠিন কাজ। আপনি সেই কাজটা কত সহজে অবলীলায় করে ফেললেন।

৪| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আসুন এই ঈদ মরসুমে সবাই একটা করে গাছ লাগাই, ফুলে ফলে ভরে উঠুক এই মাঠ প্রান্তর শহর গ্রাম ..


কবিতা খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.