নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৩:২০

হিজরী বর্ষপঞ্জী অনুসারে শাওয়ালের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। তবে এই পঞ্জিকা অনুসারে কোনও অবস্থাতে রমজান মাস ৩০ দিনের বেশি দীর্ঘ হয় না। চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তিতে শাওয়ালের প্রারম্ভ গণনা করা হয়

ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় ‍‍লাইলাতুল জায়জা‌ (অর্থ: পুরস্কার রজনী) এবং চলতি ভাষায় "চাঁদ রাত" বলা হয়। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, এই কথা থেকেই চাঁদ রাত কথাটির উদ্ভব। ঈদের চাঁদ স্বচক্ষে দেখে তবেই ঈদের ঘোষণা দেয়া ইসলামী বিধান।



আধুনিক কালে অনেক দেশে গাণিতিক হিসাবে ঈদের দিন নির্ধারিত হলেও বাংলাদেশে ঈদের দিন নির্ধারিত হয় দেশের কোথাও না-কোথাও চাঁদ দর্শনের ওপর ভিত্তি করে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুসারে। দেশের কোনো স্থানে স্থানীয় ভাবে চাঁদ দেখা গেলে যথাযথ প্রমাণ সাপেক্ষে ঈদের দিন ঠিক করা হয়।

সাধারণত: ঈদের নামাজের পরে মুসলমানরা সমবেতভাবে মুনাজাত করে থাকে এবং একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের সম্ভাষণ বিনিময় করে থাকে। ঈদের বিশেষ শুভেচ্ছাসূচক সম্ভাষণটি হলো, "ঈদ মোবারক"।

আসুন, আমরা সম্প্রদায়গত বিরোধ ভুলে আজকের পবিত্রতম ঈদের খুশির জোয়ারে সকলেই আনন্দ উত্সবে মেতে উঠি। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঈদ মোবারক বলে প্রাণিত করে তুলি। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!



ঈদের খুশি ছড়িয়ে পড়ুক
লক্ষ্মণ ভাণ্ডারী

ঈদের দিনে সবার সাথে নমাজ পড়তে হয়।
খুশির রঙে আজকে মেতে ওঠে সবার হৃদয়,
খুশির দিনে পুলক জাগে সবার হৃদয় মাঝে,
নতুন জামা, নতুন টুপি, সবাই নতুন সাজে।

ঈদের দিনে জাকাত নিতে এসেছে অন্ধ মেয়ে,
খুশির দিনে সেই যে বেশি খুশি সবার চেয়ে।
হাতের তালু ভর করে যে এসেছে পঙ্গু ছেলে,
খুশির দিনে খুশি হবে সে নতুন জামা পেলে।

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সারা ভুবন ময়,
হিংসা বিরোধ সকল ভুলে করবো বিশ্বজয়।
আজ যখন ঈদের দিনে হৃদয়ে পুলক জাগে,
পরস্পরে আলিঙ্গন করে খুশির ছোঁয়া লাগে।

ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন মুসলিম বন্ধুজন,
ঈদের কবিতা লিখেন কবি শ্রীভাণ্ডারী লক্ষ্মণ।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা নেবেন।

রোজা ও ঈদকে স্হায়ীভাবে শীতকালে নিয়ে আসার দরকার।

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: আজকে খুশির দিনে,
পবিত্রতম এই ক্ষণে,
শুভেচ্ছা গ্রূহণ করুন
আজকে ঈদের দিনে।

আজকের ” পবিত্রতম ঈদ মোবারক ” রইল।
শুভেচ্ছা নেবেন। সাথে থাকবেন।
জয়গুরু।

২| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা :)

জয় গুরু

ঈদের শিক্ষা, আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

ঈদের শুভেচ্ছা

০৫ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: “ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সারা ভুবনময়,
জাতি-গত বিরোধ ভুলে করবো বিশ্বজয়।”

 সবাইকে জানাই পবিত্রতম ঈদের শুভেচ্ছা।
 সাথে থাকবেন। এটা প্রত্যাশা করি।
 জয়গুরু!

৩| ০৫ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিকে জানাই ঈদের শুভেচ্ছা :)

০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঈদের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। নিজের মনের হিংসা, ঘৃণা, লোভ, অহঙ্কার, অহমিকা, আত্মশ্লাঘা, রাগ, ক্রোধ, বিদ্বেষসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার আনন্দ। সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির আনন্দ।

ঈদ মোবারক। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য। সাথে থাকুন, পাশে রাখুন জয়গুরু!

৪| ০৫ ই জুন, ২০১৯ রাত ৮:১০

মেমননীয় বলেছেন: "হিজরী বর্ষপঞ্জী অনুসারে পবিত্র রমজান মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়।" এটা ভুল তথ্য।

শাওয়ালের ১ তারিখ ঈদুল ফিতর পালন করা হয়।

কারেকশন করে দিন।

০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: এডিট করে সংশোধন করে দিলাম। সু-পরামর্শের জন্য ধন্যবাদ।
আন্তরিক কৃতজ্ঞতা বিনয়ের সঙ্গে জ্ঞাপন করছি।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
জয়গুরু!

৫| ০৫ ই জুন, ২০১৯ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: লক্ষণ ভান্ডারী,




আপনাকেও ঈদ শুভেচ্ছা.....................

০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঈদ মোবারক। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য। সাথে থাকুন, পাশে রাখুন জয়গুরু!

৬| ০৫ ই জুন, ২০১৯ রাত ৮:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবি সাহেব,

ঈদের শুভেচ্ছা জানবেন।

০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঈদের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। নিজের মনের হিংসা, ঘৃণা, লোভ, অহঙ্কার, অহমিকা, আত্মশ্লাঘা, রাগ, ক্রোধ, বিদ্বেষসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার আনন্দ। সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির আনন্দ।

৭| ০৬ ই জুন, ২০১৯ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

জয় গুরু।

০৬ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের তার সুসংবাদের অধিকারী করুন। প্রকৃত খুশি ও উভয় জগতের কল্যাণ আমাদের নসিব করুন। সবাইকে ঈদ মোবারক।

মনের সব কালিমা দূর করে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে, মান-অভিমান বিসর্জন দিয়ে সবাই হাতে হাত মেলানো, বুকে বুক মেলানো, গলায় গলা মেলানো অর্থাৎ সবার দেহ-মন এক হওয়ার আনন্দ হলো ঈদের আনন্দ।

ঈদের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। নিজের মনের হিংসা, ঘৃণা, লোভ, অহঙ্কার, অহমিকা, আত্মশ্লাঘা, রাগ, ক্রোধ, বিদ্বেষসহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার আনন্দ। সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির আনন্দ।

ঈদ মোবারক। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া উদ্দেশ্য। সাথে থাকুন, পাশে রাখুন জয়গুরু!

৮| ০৬ ই জুন, ২০১৯ বিকাল ৫:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



ঈদ মোবারক
এর মধ্যে রইল
শ্রেণী- ধর্ম -বর্ণ নির্বিশেষে
সকল বিষয়ে সকল বিবেধ
ভুলে গিয়ে জাতীয় ঐক্য
সাধনের বারতা বিশেষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.