নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলার নদী, বাংলার মাঠ

১০ ই জুন, ২০১৯ দুপুর ১:২১

বাংলার নদী, বাংলার মাঠ
-লক্ষ্মণ ভাণ্ডারী



বাংলার নদী, বাংলার মাঠ,
বাংলার মাটি ধূলো পথঘাট
বাংলার পথে শুনি বাউলের গান,

বাংলার ফুল, বাংলার ফল,
বাংলার মাঠে সবুজ ফসল
আকুল করে তোলে আমার প্রাণ।

বাংলার গাছে পাখিরা নাচে,
নৌকাটি বাঁধা ঘাটের কাছে
নদীর জল অবিরত বহে কল কল,

সবুজ বাংলায়, মাটির ঘর,
গাঁয়ের পাশেই নদীর চর,
বাংলার গাছে পাখিদের কোলাহল।

এই বাংলার কবি রবীন্দ্রনাথ
কবি নজরুল ও সত্যেন্দ্রনাথ
কবি জীবনানন্দ দাশের জন্মস্থান,

বাংলার মাটি বাংলার ভাষা,
মেটায় সবার মনের আশা,
বাংলা ভাষায় আমরা গাহি গান।

বাংলার মাটি স্বর্গের সমান,
বাংলার বায়ু বাঁচায় যে প্রাণ
বাংলা মোদের সবাকার জন্মভূমি।

বিশ্বের মাঝে বাংলার মান,
করি মোরা দেশের সম্মান।
এমন বাংলা কোথায় পাবে তুমি?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৯ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: দেশপ্রেমে + :)

১০ ই জুন, ২০১৯ বিকাল ৩:১১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। ধন্যবাদ জানাই।
সাথে থাকবেন। এটা প্রত্যাশা করি।
জয়গুরু!

২| ১০ ই জুন, ২০১৯ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

রম্য গল্প অথচ আমার হাসি পায় না কেন??

৩| ১০ ই জুন, ২০১৯ রাত ৮:০৩

রাজীব নুর বলেছেন: উপরের মন্তব্যটা ভুলে করে ফেলেছি। স্যরি।

৪| ১০ ই জুন, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: বাংলার প্রতিটা নদী আমাকে মুগ্ধ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.