নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের শেষে নদীর চরে

১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

গাঁয়ের শেষে নদীর চরে
-লক্ষ্মণ ভাণ্ডারী



গাঁয়ের শেষে নদীর চরে
দিবসের আলোক লুকায়,
আমার গাঁয়ে দিনের শেষে
পাখি আসে আপন বাসায়।

আঁধার নামে মাটির ঘরে
তুলসীতলায় প্রদীপ জ্বলে,
সাঁঝের সানাই বাজে দূরে,
অজয়ের ধারা বয়ে চলে।

গাঁয়ের পথে আঁধার নামে
জোনাকি জ্বলে গাছে গাছে,
আঁধার হলো উঠলো চাঁদ
নয়নদিঘির ঘাটের কাছে।

সাঁঝ আকাশে উঠলো তারা
নদীর ঘাটে জোছনা ঝরে,
জোছনা রাতে চাঁদের হাসি
আমার গাঁয়ের মাটির ঘরে।

চাঁদ ডুবে যায়, তারা নেভে
পূবের আকাশ রঙিন হয়,
রজনী কাটে নতুন প্রভাতে
স্নিগ্ধ সুশীতল হাওয়া বয়।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর । খুব।

১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:১৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক শুভেচ্ছা রইল।
সাথেই থাকবেন এটা প্রত্যাশা করি।
জয়গুরু!

২| ১২ ই জুন, ২০১৯ রাত ৯:৪৯

নজসু বলেছেন:



কবিদাদা
অসাধারণ।

১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মন ভরে গেল। আন্তরিক শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

৩| ১২ ই জুন, ২০১৯ রাত ৯:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্য হৃদয় স্পর্শ করে।
মন্তব্যে মুগ্ধ হলাম।
জয়গুরু!

৪| ১৩ ই জুন, ২০১৯ ভোর ৪:০৯

রাকু হাসান বলেছেন:

৬/১০

১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
প্রীতি আর শুভেচ্ছা রইলো।
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.