নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জনক দিবসের কবিতা

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:০২

জনক দিবসের কবিতা
– লক্ষ্মণ ভাণ্ডারী



পরিবার গড়ে পিতা বহু পরিশ্রমে,
জন্মদাতা পিতা তবু কাঁদে বৃদ্ধাশ্রমে।
পাথর দেবতা পূজে কিবা হবে ফল,
জনক দেবতা যদি ফেলে চোখে জল।

পিতারে না চেনে পুত্র যুগের বিচার,
ঘরে ঘরে হেরি কেন হেন অবিচার।
পিতাপুত্রে হানাহানি, বাক্যযুদ্ধ হয়,
পিতা পরাজিত হয়, সন্তানের জয়।

জনক দিবস আজি জানে সর্বজন,
জনকেরে কর পূজা, ধরহ চরণ।
পিতারে সম্মান কর পাবে পূণ্যফল,
লভিবে সম্মান যশ এই ধরাতল।

পিতৃসম নাহি গুরু, কেহ বসুধায়,
লিখেন লক্ষ্মণ কবি তার কবিতায়।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ জানাই। আপনার মন্তব্যে মু্গ্ধতা রেখে যাই।
সাথে থাকবেন –এটা প্রত্যাশা করি।
জয়গুরু!

২| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

৩| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: দারুন হয়েছে।

৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:০৩

মাহমুদুর রহমান বলেছেন: বাবা-মায়ের জন্য প্রতিটি দিবসই বাবা দিবস-মা দিবস কোন নির্দিষ্ট একটি দিন পালনের অর্থ বোকামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.