নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কাব্য – ৪

২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৪

বৃষ্টি কাব্য – ৪
-লক্ষ্মণ ভাণ্ডারী



আষাঢ় মাসে মেঘলা দিনে বাদল ঝরে কই?
আঁধার কালো মেঘের পানে তাইতো চেয়ে রই।
ফুলের বনে ফুল ফুটেছে অলিরা সব আসে,
কেয়াফুলের পাপড়িগুলো ঝোপের পাশে হাসে।

কদম্বকলি, যুথিকা বেলী, টগর ফুটিল মেলা,
ফুলের বনে ময়ূরী নাচে আজিকে সারাবেলা।
পূব আকাশে মেঘ জমেছে সূর্য যায় নি দেখা,
নদীর কূলে যাত্রীরা নাই নৌকায় মাঝি একা।

কালো মেঘের হৃদয় চিরে বিজুলি হাসে ওই,
আঁধার কালো মেঘের থেকে বাদল ঝরে কই?
আজকে কেন অঝোর ঝারায় বৃষ্টি নাহি ঝরে,
বৃষ্টি নামের মিষ্টি মেয়েটি নাইকো আজি ঘরে।

বৃষ্টি আমার লাজুক মেয়ে মেঘ বালিকা নাম,
বৃষ্টিকে নিয়ে কবিতা লিখে ভাণ্ডারী শ্রীমান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৯ বিকাল ৪:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৩| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:০৫

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.