নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কাব্য –৫

২২ শে জুন, ২০১৯ বিকাল ৩:৫৭

বৃষ্টি কাব্য –৫

বৃষ্টির গান
-লক্ষ্মণ ভাণ্ডারী



বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,

আষাঢ় মাসে
ধরার পরে।

আকাশ কালো
মেঘে ঢাকা,

মেঘোর বুকে
ধায় বলাকা।

আকাশ জুড়ে
বিজুলি হাসে,

অজয় নদী
গাঁয়ের পাশে।

বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,

কখনো ধীরে
কখনো জোরে।

কৃষক চলে,
লাঙল কাঁধে,

পাড় ভেঙেছে
নদীর বাঁধে।

বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,

মেঘ জমেছে
কালো করে।

মেঘ উল্লাসে
গর্জন করে,

টুপুর টাপুর,
বৃষ্টি পড়ে।

বাদল ঝরে
আকাশ হতে,

জমেছে জল
গাঁয়ের পথে,

বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে,

বৃষ্টি থামবে
একটু পরে।

বাদল ঝরে
মুষল ধারে,

দূরের গাঁয়ে
অজয় পারে।

অজয় নদে
নামলো বান,

লিখলো কবি
বৃষ্টির গান।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত সুন্দর!

২| ২২ শে জুন, ২০১৯ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: খুব, খুব সুন্দর।

৩| ২২ শে জুন, ২০১৯ রাত ১১:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.