নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কাব্য –৭

২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩১



বৃষ্টি কাব্য –৭

রিম ঝিম বৃষ্টি ঝরে
দূরে আকাশ হতে,
মাঠ ঘাট জলে ভরে
জল জমেছে পথে।

অজয়ের খেয়াঘাটে
কেউ কোথাও নাই,
ঝর ঝর ঝরে জল
চলে কৃষক ভাই।

কালোমেঘে গগনেতে
বজ্র হুঙ্কার ছাড়ে,
চারদিক ছায় মেঘে
ঝড়ের বেগ বাড়ে।

খেত মাঠে জল জমে
জল জমে রাস্তায়,
সারি সারি লোক চলে
কেউ ছাতা মাথায়।

ঝম ঝমা ঝম জোরে
বৃষ্টি যখন নামে,
বাতায়নে দেখি চেয়ে
ঝড় বাদল থামে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে

২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু।

২| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৫:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বৃষ্টি চাই বৃষ্টি নাই....

২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম কবি। অভিনন্দন জানাই।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
প্রত্যাশা রাখি।
জয়গুরু।

৩| ২৬ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: ঢাকায় বৃষ্টি নেই। চলছে আষাঢ় মাস। সারাদিন কড়া রোদ।

৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ৮:১০

মাহমুদুর রহমান বলেছেন: কদিন ধরে কোথাও বৃষ্টির দেখা পাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.