নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা-৩

২৮ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৪



বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড

বৃষ্টি কবিতা-৩
লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ় মাসে
বাদলা দিনে
আজও বৃষ্টির দেখা নাইরে, বৃষ্টির দেখা নাই।

বাদল দিনে
মেঘের কোণে
কালো মেঘের দেখা নাই রে, মেঘের দেখা নাই।

গুরু গম্ভীর
ডাকে না দেয়া
ঘন মেঘের গর্জন নাই রে, মেঘের গর্জন নাই।

আকাশ পারে,
ভরা আষাঢ়ে,
বিজুলির আলো নাই রে, বিজুলির আলো নাই।

কড়া রোদ্দুরে
জীবন পুড়ে
শীতল জল কোথায় পাই রে জল কোথায় পাই।

অজয় পারে
নদীর ধারে
অজয় নদীতে বান নাই রে নদীতে বান নাই।

দিনের শেষে
পাহাড় ঘেঁষে
পশ্চিমেতে সূর্য ডুবে যায় রে সূর্য ডুবে যায়।

সাঁঝের বেলা
জোনাকি মেলা
চাঁদের আলো কোথাই পাই রে আলো কোথায় পাই।

আঁধার হলো
ফুটলো তারা
রাতে নীল আকাশের গায় রে নীল আকাশের গায়।

রাত ফুরালো
সকাল হলো
আজও বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: অজয় নদীটা কোথায়? বীরভূম??

২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: একেবারে সঠিক। অজয়ের এপারে বর্ধমান, আর ওপারে বীরভূম।
অজয়ের নদীর ধারে আমার গ্রাম। বর্তমানে আমি থাকি নতুন দিল্লীতে।
গাঁয়ের বাড়িতে যায় পূজার ছুটিতে।

সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়।
সাথে থাকবেন, এটা প্রত্যাশা করি।
জয়গুরু!

২| ২৮ শে জুন, ২০১৯ রাত ১০:১০

মেঘ প্রিয় বালক বলেছেন: এসো বৃষ্টি এসো,কবির মনকে শিক্ত করো তোমার বর্ষনে।

২৯ শে জুন, ২০১৯ দুপুর ১:০৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম। সাথে থাকবেন।
শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.