|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বৃষ্টি কাব্য দ্বিতীয় খণ্ড বৃষ্টি কবিতা-৪
 
বৃষ্টি কবিতা-৪
          লক্ষ্মণ ভাণ্ডারী
কালো মেঘ আকাশটাকে
রেখেছে আজকে ঢেকে,
রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে
আজকে সকাল থেকে।
বৃষ্টি পড়ে মুষল ধারায়
অজয় নদীতে বান,
একতারাতে মধুর সুরে
বাউল ধরেছে গান।
পথের বাঁকে কলসী কাঁখে
বৃষ্টি ভেজা রাঙাপথে,
রাঙা বধূ জল নিয়ে আসে
অজয়ের ঘাট হতে।
বৃষ্টিতে ভিজে পাখিরা সব
তরুর শাখায় বসে,
বৃষ্টিতে ভিজে চাষীরা সব
মাটিতে লাঙল চষে।
বৃষ্টি নামের মিষ্টি মেয়েটা
বৃষ্টিতে ভিজতে চায়,
না নিয়ে ছাতা বৃষ্টির দিনে
ভিজে ভিজে ঘরে যায়।
বৃষ্টি কাব্যের কবিতারা সব
বৃষ্টির দিবসে ভিজে।
বৃষ্টিকে নিয়ে কবিতা লিখে
লক্ষ্মণ ভাণ্ডারী নিজে।
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০  ২৯ শে জুন, ২০১৯  বিকাল ৩:২৪
২৯ শে জুন, ২০১৯  বিকাল ৩:২৪
লক্ষণ ভান্ডারী বলেছেন: বৃষ্টি আসুক নেমে অশান্ত হয়ে এ ধরার বুকে।
প্রকৃতি মেতে উঠুক সবুজের রং মেখে।
ধন্যবাদ বন্ধু।  সাথেই থাকবেন।
পাতায় সুস্বাগতম।
জয়গুরু!
২|  ২৯ শে জুন, ২০১৯  দুপুর ২:৪২
২৯ শে জুন, ২০১৯  দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
  ২৯ শে জুন, ২০১৯  বিকাল ৩:২৫
২৯ শে জুন, ২০১৯  বিকাল ৩:২৫
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
বিনীত – অজয় নদীর কবি।
সাথে থাকবেন।
জয়গুরু!
৩|  ২৯ শে জুন, ২০১৯  বিকাল ৫:১২
২৯ শে জুন, ২০১৯  বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন: 
অজয়ের মানুষজনকে মিস করছি; আপনার পদ্যে অজয় স্বর্গের নদীতে পরিণত হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৯  দুপুর ২:০৫
২৯ শে জুন, ২০১৯  দুপুর ২:০৫
রসায়ন বলেছেন: বর্ষার দিনে বৃষ্টির সুরে

বাইরে বেরুনোই দায়
ঘরে বসে ইলিশ খিচুড়ি
পেটপুরে সবাই খায়
নেন, আমিও চার লাইন আপনাকে ডেডিকেট করে দিলাম