নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

করোনার সংগ্রাম- সচেতনার হাতিয়ার। সবাই করো সংগ্রাম........ প্রথম পর্ব

২৪ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

করোনার সংগ্রাম- সচেতনার হাতিয়ার।
সবাই করো সংগ্রাম........ প্রথম পর্ব

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



কোন এক কুক্ষণে এসেছিল নোভেল করোনা ভাইরাস। তাই আজ ভাইরাসের বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ। 2019 সালের ডিসেম্বর মাসে প্রথম আক্রান্ত হলো চীন। শুধু চীন রাষ্ট্র নয়, বিপন্ন হয়েছে ইতালি, ইরান সহ বিশ্বের 180টি দেশ। মৃত্যুর মুখে আজ সারা বিশ্ববাসী। মারণ সংগ্রামের প্রথম ও প্রধান হাতিয়ার জন সচেতনতা। স্যানিটাইজার ব্যবহার, 20 সেকেণ্ড পর্যন্ত হাত দুটি পরিষ্কার করা। মুখে থাকুক মাস্ক। ভিড় ও জনবহুল স্থান থেকে দূরে থাকুন। বাইরে বেরোবেন না। ঘরের কোণে বন্দী থাকুন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকুন। সবাইকে দূরে রাখুন। নিজে বাঁচুন অপরকে বাঁচান। সু্স্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


সবাই করো সংগ্রাম........ প্রথম পর্ব
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী

সাধন ভজন প্রার্থনা নমাজ সব কিছু থাক পড়ে,
বাঁচতে হলে বন্দী হয়ে, এবার থাকতে হবে ঘরে।
আসিছে ঐ মহামারী বিশ্বত্রাস,
শত-সহস্র মানবে করিতে গ্রাস,
আসিছে নোভেল করোনাভাইরাস
বিপুলা ধরিত্রী গিয়েছে ভরে।
লড়াই করে বাঁচতে হবে, করো লড়াই বাঁচার তরে।

..............ওগো, আজ কেহ যেও না কো ঘরের বাহিরে,
লক ডাউন দিকে দিকে তাই পথে লোক আজি নাহিরে।
ইস্কুল কলেজ হয়েছে বন্ধ,
মেট্রো বাস আর বিমান বন্ধ,
বাতাসে ভাসে ভাইরাসের গন্ধ,
চারিদিকে দেখো চাহিরে।
ঘরে বন্দী সবাই আজিকে, ওগো যেও না ঘরের বাহিরে।

বাঁচার লড়াই দিকে দিকে আজি এবার বিপ্লব সশস্ত্র,
সচেতনতা আজি সবার জীবনে জাতীয় মুক্তির মন্ত্র।
লাগাও হাতে স্যানিটাইজার
হাত দুটি তব ধুয়ে বারবার
সচেতনতা তাই আজি জনতার
হলো প্রধান লড়াইয়ের অস্ত্র।
ডেটল দিয়ে ধুয়ে নাও সবে যত পরিধানের সব বস্ত্র।

অসুস্থ পৃথিবী অসহায় আজি, লাজে মুখ মাস্ক ঢাকা,
মাস্ক হলো সংগ্রামের ঢাল, আঘাত সয়ো না একা।
বাঁচতে হবে, আর বাঁচাতে হবে,
জেগে ওঠো জাতি বিশাল ভবে,
সংগ্রামে মোদের জিততেই হবে,
বন্ধ হোক ভাইরাসের চাকা।
সশস্ত্র যোদ্ধা সহায় মোদের, সরকার দিচ্ছে টাকা।
বাঁচো সবাই বাঁচাও সবারে, আনো সকাল রক্তমাখা।

অসহায় বিশ্ব মরিছে অসুখে, শোন ঐ কান পাতি,
বিশ্বত্রাস করোনা ভাইরাস গ্রাসিছে সমগ্র জাতি।
প্রধানমন্ত্রী তাই দিচ্ছেন ডাক,
করোনা ভাইরাস নিপাত যাক
গৃহের মধ্যে সবাই বন্দী থাক
ভাইরাস বাঁধবে না ঘাঁটি,
ভাইরাস যুদ্ধে মেতেছে বিশ্ব, জাগুক মানব জাতি।
অসহায় বিশ্ব অসু্স্থ পৃথিবী, গাহিছে জাগরণ গীতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: আপনি এতদিন কোথায় ছিলেন??
আপনাকে মিস করেছি।

২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৪২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা। । শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.