নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-1427 শুভ নববর্ষের কবিতা প্রথম পর্ব

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২১

স্বাগতম শুভ নববর্ষ ......বর্ষ বরণ-1427
শুভ নববর্ষের কবিতা প্রথম পর্ব

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী




চলে গেল বসন্ত। ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সবমলিনতা। পয়লা বৈশাখের নতুন সকালে, দোলা লাগুক সবাকার প্রাণে প্রাণে, আর আনন্দের এই পূণ্য শুভক্ষণে আজ বাংলা কবিতা আসরের সকল শ্রদ্ধেয় কবিগণকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।

“শুভ নববর্ষ”

নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি

আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, আসুন রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর-1427 ! করোনার আক্রমণ থেকে নিজে বাঁচতে আর অপরকে বাঁচাতে সতর্কতা অবলম্বন করে আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন। বাইরে বার হবেন না। ঘরের কোণে বন্দী থাকুন। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকুন। সবাইকে দূরে রাখুন। নিজে বাঁচুন অপরকে বাঁচান। সু্স্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!



শুভ নববর্ষের কবিতা প্রথম পর্ব
কবি- লক্ষ্মণ ভাণ্ডারী

শুভ নববর্ষ আজি, পয়লা বৈশাখ,
পুরাতন গ্লানি যত সব মুছে যাক।
আজি শুভ নববর্ষে পাখি গীত গায়,
অজয়ের জলে রবি কিরণ ছড়ায়।

পুস্পিত কাননে হেরি সব কলি ফুটে,
বর্ষ বরণেতে গৃহে শঙ্খ বেজে উঠে।
আসিল নুতন বর্ষ, নুতন পোশাক,
শুভ নববর্ষ আজি, পয়লা বৈশাখ।

বন্দীদশা সকলের শুন সর্বজন,
শুভ নববর্ষে তবু প্রফুল্লিত মন।
কবিতার আসরের যত কবিগণ,
নববর্ষের শুভেচ্ছা করিও গ্রহণ।

গৃহে বন্দী থাকি করো বর্ষরে বরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন দাদা।

নতুন বৎসরের শুভেচ্ছা রইল।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

ইসিয়াক বলেছেন: শুভ নববর্ষ দাদা।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:০২

নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে।

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: ইদানিং আপনাকে ব্লগে দেখি কেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.