নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলে মিটেনি পিপাসা তাই চললাম পানশালায়

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

লী এনজেল

প্রথার ভাঙ্গন নয়, চাই শুদ্ধিকরণ

লী এনজেল › বিস্তারিত পোস্টঃ

আমার ভালবাসা মরে গেছে

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৩

`ভালবাসার সম্পর্ক কথাটা নিছক মূল্যহীন

সামাজিক সম্ম্পর্কের কাছে

ভালবাসার অধিকার সমাজ নির্ধারন করে দেয় বৈধতা দিয়ে।

অন্যথায় ভালবাসা উল্কার মতো

ঝলকানী দেখা গেলেও মূহুর্তেই মিলিয়ে যায় অদৃশ্যে

খসে গেলেই অস্তিত্বহীন।"

মাঝপথে থামিয়ে তুমি একদিন কথাগুলো বলে গেলে,

বেলা তো অনেক হল, আর কত?

একবারও ফিরে তাকানোর সময় হয়নি তোমার।



তোমার একদিন সময় হবে

অনেক সময়.....।

যখন পৃথিবীটার রংগুলো তামাটে মনে হবে

আর সব সুরগুলো বাজবে বিউগলে

একটা দুইটা করে ঝরতে থাকবে খ্যাতির পাতা

কাছের মানুষগুলো আর এতটা কাছে রবে না,

তোমারও মন ভনবে না আর তাদের নিয়ে তখন

কোন ক্লান্ত বিকেলে বা নির্জন সন্ধায়

তুমি আনমনে বিড়বিড় করবে সেদিন আমায় ভেবে

আমার নিখাদ ভালবাসা গুলো চাপা থেকে থেকে

সেদিন তোমার মনে অগ্নুৎপাত ঘটাবে।

তুমি সেদিন কোন অবহেলা অবঞ্জায় ভালবাসবে না আমায়

সেদিন তুমি আমাকে মনে করে কষ্ট পাবে

খুঁজতে থাকবে আমাদের হারিয়ে যাওয়া স্মৃতিকে

যেগুলোকে তুমি সামাজিক সম্পর্কের দোহাই দিয়ে কবর দিয়েছ।

আমি তখন আর রব না দেখতে তোমায়।

অথচ

তুমি যখন আমার গলায় প্রেমের নীলকন্ঠ পরিয়ে দিতে চেয়েছিলে

উপেক্ষার নীল পাথরে সাজিয়ে

আমার কন্ঠ বন্ধ হয়ে এসেছিল বেদনার ভারে।

লাল টুকটুকে সোহাগের বেনারসির ঘোমটায়

যখন ঢেকে দিলে আমায়,

আর হেয়ালীতে পরিয়ে দিলে আগুনের জড়োয়া

আমার রক্তশিরায় তখন বয়ে চলছিল তাচ্ছিল্যের প্রবাহ।

তুমি ভালবাসনি , শুধু পেতে চেয়েছিলে আমায়।

তোমার ঘৃণাগুলো ফুজিয়ামা হয়ে সেদিন

নিরবে পুড়িয়েছে হিয়া।

কালবৈশাখির তান্ডবে টলেনি তোমার নির্মমতা

শুধু আমার ভালবাসা মরে গেছে চিরতরে।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৮

ওরাকল বলেছেন: মানুষ মরে গেলে পচে যায়
ভালবাসা মরে গেলে বেঁচে যায়

আপনি বেঁচে গেছেন :)

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৭

লী এনজেল বলেছেন: আজও তো বেঁচে আছি, তবে কোমায়!

আপনি বেঁচে থাকুন ভাল ভাবে।

২| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২১

অমিত চক্রবর্তী বলেছেন:
যখন পৃথিবীটার রংগুলো তামাটে মনে হবে
আর সব সুরগুলো বাজবে বিউগুলে
একটা দুইটা করে ঝরতে থাকবে খ্যাতির পাতাগুলো +

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৮

লী এনজেল বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।


ভাল থাকবেন সবসময়।

৩| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: হুমম......

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৯

লী এনজেল বলেছেন: হুমমমমমমমমমমমমমমম............

৪| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

সকাল রয় বলেছেন: সত্যি কি ভালোবাসা মরে যায় ?
সত্যি ভালোবাসা মরেনা।
সেটা বেচে থেকে কুড়ে কুড়ে খায়
ধীরে ধীরে

ধন্যবাদ
কাব্য ভালো লাগলো

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৩

লী এনজেল বলেছেন: যখন কুড়ে কুড়ে খায় তখন কি মরে যাওয়া মনটার লাশকে খায় না?

পড়ার জন্য ধন্যবাদ।

৫| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০১

মো: ইউসুফ বলেছেন: ভালই লাগল।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৪

লী এনজেল বলেছেন: ধন্যবাদ।
ইউসুফ ভাই।
ভাল থাকবেন।

৬| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৮

সকাল রয় বলেছেন: নিচের লেখায় ক্লিক করুন

সময় করে এটা পড়লেই বুঝবেন ভালোবাসা মরেনা

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮

লী এনজেল বলেছেন: পড়ে এলাম। ভালবাসার বহু রুপ।

৭| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১২

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: কাছের মানুষগুলো আর এতটা কাছে রবে না

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৯

লী এনজেল বলেছেন: রয় নারে বাই রয় না । তাই তো বললাম।

৮| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৮

নস্টালজিক বলেছেন: ভালো।।

প্লাস।।

০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:২০

লী এনজেল বলেছেন: ধন্যবাদ। আপনাকেও প্লাস।

৯| ০৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

মাহামুদ রাহি বলেছেন: আমাদের সামাজিক অবস্থানটা আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন? তবে কি গত ৩যুগে কোনই পরিবর্তন হয়নি? অবক্ষয় না একটি মূল্যবোধের মৃত্যু তা আপনার উপাখ্যানের অদ্ভুত এক রহস্য। সুন্দর লিখেছেন। এই রকম লেখার জন্য 'ধন্যবাদ' প্রাপ্তিটা খুব ছোট হয়ে যায়।

০৬ ই মার্চ, ২০১০ রাত ৮:০৮

লী এনজেল বলেছেন: শুধু ৩ যুগ কেন ? যুগ যুগ ধরে চলে আসা সমাজ ব্যবস্থা প্রথার বাঁধন ছেড়ে বেরুতে পারে না।

যদি প্রাচীন সমাজ ও আজকের সমাজ ভিন্ন।বদলিয়েছে সময়ের প্রয়োজনে তবুও সব প্রথাকে সহজে থাক্কা দেয়া যায় না।
ধন্যবাদ এত সুন্দর মতামতের জন্য।

১০| ০৬ ই মার্চ, ২০১০ রাত ৮:৪২

মাহামুদ রাহি বলেছেন: আসুন একটু ঝগড়া করি, রাগ করবেন না।
আপনার কথিত 'সামাজিক প্রথা'---তাহলে সমাজেই সৃস্টি, আর আপনি/আমি সমাজের অন্তর্ভূক্ত একজন, তাহলে আমরা কেন সমাজটা বদলানোর চেস্টা করি না ?
ব্যাপার'তো আসলে নিউরোন সেলের...
হাতি কিংবা কালোচিতা হাজার মাইল পথ পাড়ি দেয় সময়ের প্রয়োজনে.....
আমরা'তো মানুষ একমাত্র আমরাই পাড়ি হাজার মাইল পথ পাড়ি দেয়া হাতিকে ৩০ফুট শেকলে বাঁধতে, ছেড়ে দিলেও তখন চলে যায় না....(সার্কাসে আগুন লাগলে প্রথম মৃত: হাতি, সে ৩০ ফুটের বাইরে যেতে পারে না)।
আসলে আপনার পঙ্গ'তি গুলোতে ছিল জমিদার বাড়ীর দেয়ালের কান্নার মত....খুব সুন্দর।

০৬ ই মার্চ, ২০১০ রাত ৮:৫৩

লী এনজেল বলেছেন: ঝগড়া করার মুডে এমনিতে নাই। তার উপর আপনার প্রশ্নের জবাব আপনি নিজেই দিয়েছেন্ তাই শুভকামনা ছাড়া গতান্তর নাই।

১১| ০৬ ই মার্চ, ২০১০ রাত ৯:৩২

সজল শর্মা বলেছেন: "জলে মিটেনি পিপাসা তাই চললাম"
আপনার ব্লগের উপরের এই কথাটি আমাকে মুগ্ধ করে দিল। আজ প্রথম মনে হয় আপনার ব্লগে আসলাম। এসেই, না চাইতেই এক উপহার পেয়ে গেলাম।

কবিতাটিও ভাল লাগলো।

০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:১১

লী এনজেল বলেছেন: ধন্যবাদ । আবার আসবেন।

১২| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮

বাবুল হোসেইন বলেছেন: হু । খুব ভালো একটা কবিতা। এবং সমসাময়িক ও। কিন্তু কয়েকটা বানানে মনে হয় ভুল আছে। যেমন বিউগুল না হয়ে ওটা হবে বিউগল এবং কবর লিখতে গিয়ে হয়ে গেছে "করব"। যদিও এটা একটা টাইপিং এরর তবুও ভালো লেখা হতে হলে এগুলোকে এড়িয়ে চলতে হবে। অনেক সুন্দর কবিতা কিন্তু। একদম সমসাময়িক।


আজকে কিন্তু অনেক কমেন্ট পেলেন। কি মন ভালো তো !!!

০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৩২

লী এনজেল বলেছেন: কমেন্ট পেলেই মন ভাল হবে এমনটা ভাবা মনে হয় ঠিক নয়। সমালোচনা যদি গঠনমূলক হয় কাজের মান ভাল হয়।

ধন্যবাদ পড়ার জন্য।

১৩| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৯

বাবুল হোসেইন বলেছেন: সরি আসলে এরকম করে বলিনি আমি। আই ডোন্ট মাইন্ড ইট। সরি।

০৬ ই মার্চ, ২০১০ রাত ১০:৪৭

লী এনজেল বলেছেন: না না , আমি কিছু মনে করিনি। বরং খুশি হয়েছি ভুল ধরিয়ে দেয়ার জন্য। ধন্যবাদ।

১৪| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৩৮

কালপুরুষ বলেছেন: ভেতরের জমাট কষ্টগুলোকে এতো সহজে গলিয়ে দিলে স্রোতস্বিনী এক শব্দের নদীতে যে সেই কষ্টগুলো ধীরে ধীরে কোন এক মোহনায় জমা হবে। তারপর একদিন সেই জমে যাওয়া কষ্টের পলিতে জন্ম নেবে আনন্দের সবুজ ফসল। আর সেই ফসল হাতছানি দিয়ে তোমাকে ডেকে নেবে কোন এক নবান্নের উৎসবে।

কষ্টের মাঝেও কিছু ভাললাগা থাকে।

০৭ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৪

লী এনজেল বলেছেন:
হয়তো আসবে সেদিন, হয়তো কোনদিন না।

কষ্টের মাঝে, বিরহের মাঝেও আছে সুখ!

আপনার কমেন্টসগুলো লেখার মান বাড়িয়ে দেয় বহুগুনে।

ধন্যবাদ।

১৫| ০৬ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৪

ধ্রুব তারা বলেছেন: গুড

০৭ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৫

লী এনজেল বলেছেন: খুব ভাল।


শুভকামনা।

১৬| ০৭ ই মার্চ, ২০১০ রাত ৩:৩৮

ক্লান্ত ঈগল বলেছেন: সুন্দর লেগেছে

০৭ ই মার্চ, ২০১০ সকাল ৮:৫০

লী এনজেল বলেছেন: খুশি হলাম।

ভাল থাকবেন।

১৭| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৭

অর্বাচিন বলেছেন: বৃহৎ স্বার্থে চিন্তা করলে একান্ত নিজের বলে কিছু থাকেনা। নিজের চিন্তায় মগ্ন হলে ভালবাসা বাঁচেনা।

শুভকামনা রইল, ভাল থাকবেন।

১০ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫২

লী এনজেল বলেছেন: তার জন্য নিশ্চয় বড় মনের দরকার। সেটা তো আমার নাই।
ধন্যবাদ।

১৮| ১৪ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৪৭

ইউসুফ আলমগীর বলেছেন:
`তুমি যখন আমার গলায় প্রেমের নীলকন্ঠ পরিয়ে দিতে চেয়েছিলে
উপেক্ষার নীল পাথরে সাজিয়ে
আমার কন্ঠ বন্ধ হয়ে এসেছিল বেদনার ভারে।
লাল টুকটুকে সোহাগের বেনারসির ঘোমটায়
যখন ঢেকে দিলে আমায়,
আর হেয়ালীতে পরিয়ে দিলে আগুনের জড়োয়া
আমার রক্তশিরায় তখন বয়ে চলছিল তাচ্ছিল্যের প্রবাহ।'

এমনই হয়... চিরন্তন, চিরায়ত তথাকথিত প্রথায়...
কিন্তু হায়! ব্যর্থতা... এসব মনি হারে...
হ্যা হেয়ালিতেই.... কতটুকুই বা ভালোবাসা...
কতটুকুই বা দায়িত্ববোধ...
ভালোলাগলো.... সরল উচ্চারিত পঙক্তি পড়ে....

১৪ ই মার্চ, ২০১০ রাত ৮:০১

লী এনজেল বলেছেন: ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আমার ব্লগে আসার জন্য।

পড়া ও মন্তব্যের জন্য কৃতঞ্জতা।

ভাল থাকুন।

১৯| ১৪ ই মার্চ, ২০১০ রাত ৮:৪১

সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর................
কিছু কষ্ট আছে দিনে দিনে কমে।
ভালোবাসার কষ্ট দিনে দিনে বাড়ে........
তবু মানুষ আমরা ভালোবাসা ভালোবাসি।

শুভকামনা লী।

১৪ ই মার্চ, ২০১০ রাত ১০:২২

লী এনজেল বলেছেন: ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

আজকাল একদম লিখতে পারছি না, মন অস্থির হয়ে থাকে..কি করব জানিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.