নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিংবদন্তী

আমি কিংবদন্তী › বিস্তারিত পোস্টঃ

নিকাব পরায় বহিষ্কার হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০

নিকাব পরার কারণে এক ছাত্রীকে বহিষ্কার করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের পোশাকের বিধান না মানার অভিযোগ আনা হয়েছে। তবে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসলমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।





সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। এতে বলা হয়, হাফসা ইসলাম (পরিচয় পত্র নম্বর: ১১৩০৩০০১) নামের ওই ছাত্রী নিকাব পরে বিশ্ববিদ্যালয়ের পোশাকের বিধান অমান্য করেছে। তাই শাস্তিসরূপ ওই ছাত্রীকে পরবর্তী সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশটিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরীর স্বাক্ষর ছিল।





এদিকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পড়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনাও সৃষ্টি হয়েছে।





বিশ্ববিদ্যালয় সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানায়, গত ২২ জানুয়ারি ড্রেস কোড ও নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাসে ছাত্রীদের নিকাব পরা নিষিদ্ধ করা হয়। পরে ২৮ মে নিকাব পরিহিতা হাফসা ইসলামকে নোটিশ দিয়ে এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।





এবিষয়ে কথা বলার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাতের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে রেজিস্ট্রার ইসফাক ইলাহী চৌধুরীর মুঠোফোন নম্বরে কল করা হলে তাকে পাওয়া যায়নি।





এদিকে নিকাব পরার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহিষ্কারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষা উদ্যোক্তা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামী পোশাক পরিধানের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বহিষ্কার হতে হবে, এটা জাতির জন্য লজ্জার ও পরিতাপের বিষয়। যারা এ কাজটি করেছে তারা অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় কাজ করেছে



লিংক :: Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৩

আহেমদ ইউসুফ বলেছেন: বিষয়টা আসলেই দুঃখজনক। মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশে এই যদি হয় অবস্থা তাতে তো ইহুদি নাসারার দেশে কি অবস্থা হবে তা সচেতন ব্যক্তিমাত্রই অনুধাবন করতে পারবেন

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

সত্য কথা বলি বলেছেন: ইসলামের বিধান ভালো লাগেনা বলেইতো বিশ্ববিদ্যালয়গুলোতে মাদক নিয়ন্ত্রণের জন্য সিসিটিভি ক্যামেরা লাগাতে হচ্ছে ! এরা শিক্ষিত না এরা পশুর চেয়েও অধম, যারা নিজেদের ভালো-মন্দ বুঝেনা। Click This Link
যতই সিসিটিভি লাগান কোন কাজ হবেনা।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

এ এক অন্য আই বলেছেন: - ব্রাক ইউনিতে নামাজের জন্য কোন স্থান বরাদ্দ দেয়া হয় কি না? সেটা জানতে ইচ্ছা করছে। কেউ জানলে আওয়াজ দিবেন। - এদেশে একটা ইউনিতে নামাজ পড়ার ব্যবস্থা না থাকাটা সামাজিক আন্যায় কাজ বলে আমি মনে করছি। তাই সকলের দৃষ্টি আকর্ষন করছি।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

রিমন রনবীর বলেছেন: বোরখা পড়া-না পড়া কারো একান্ত ব্যাক্তিগত বিষয়। স্বাধীন দেশে এটা যে কারো জন্যেই ব্যাক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল। আর বিশ্ববিদ্যালয়ে ড্রেসকোড আছে জানা ছিল না তো! তবে বোরখা/নেকাবের নাম করে মুখঢাকা আরব-হুড পড়ে আসলে তো সমস্যা।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
বোরখা/নেকাবের নাম করে মুখঢাকা আরব-হুড পড়ে আসলে তো সমস্যা।
নিরাপত্তা সমস্যা, আইডেন্টিফিকেশন সমস্যা।

সঙ্গত কারনেই ব্যাবস্থা নেয়া হয়েছে।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২২

নিশাচর বিড়ি বলেছেন: জি নামাজ পড়ার জায়গা আছে।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯

৪০৪ পাওয়া যায়নি বলেছেন: জ্বী, আড়ং হাউজের দোতলায় নামাজ পড়ার ব্যবস্থা আছে। (অনেক আগে গিয়েছিলাম।) ধর্মীয় এবং ব্যক্তি স্বাধীনতার ওপর এমন আঘাতের নিন্দা জানাই।

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩

এইচ আর খান বলেছেন: আহা ব্র্যাক ইউনি!!!

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

মমার বলেছেন: All they nonsense and does not believe in Allah, who against the Porda, Borkha, This is the rule came from Allah, So They all are the against Allah and his Rasul(sm)

Lets hate them

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

হায় হায় বিশ্ববিদ্যালয়ে পোষাকের বিধান না জেনেই এতোগুলো বছর পার করে দিলাম ! :-&

তা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কেমন বিধান জানতে বড্ড ইচ্ছে করছে ...

আর এটা্ও জানতে ইচ্ছে করছে, ভর্তির সময় শিক্ষার্থীদের পোষাকের যে বিশেষ বিধান আছে শিক্ষার্থীদের জন্যে তা জানানো হয় কি না । যদি জানানো না হয়, তবে হাফসাই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫

পথহারা সৈকত বলেছেন: আরজুপনি ........... আপনি ঠিকথা বলেছেন

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

কেএসরথি বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
বোরখা/নেকাবের নাম করে মুখঢাকা আরব-হুড পড়ে আসলে তো সমস্যা।
নিরাপত্তা সমস্যা, আইডেন্টিফিকেশন সমস্যা।

সঙ্গত কারনেই ব্যাবস্থা নেয়া হয়েছে।
===========================

ভাই আর কতবছর মাল্টি নিক থেকে পোস্ট করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.