![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
এটি১৬৯৬ সালের বাইবেলে অঙ্কিত সৃষ্টিকর্তার সিংহাসন।
সৃষ্টিকর্তার সিংহাসন হচ্ছে ইব্রাহিমীয় ধর্ম বিশেষ করে ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মে বর্ণিত পরম প্রভুর অবস্থানস্থল। ইসলাম এটাকে বলে আল্লাহর আরশ আরবিতে আল-আরশ, খ্রিস্টানদের কাছে থ্রোন অব গড এবং ইহুদিদের কাছে আরাবত নামে পরিচিত। পবিত্র ধর্মগ্রন্থ সমূহে সৃষ্টিকর্তার সিংহাসনের কথা বলা হয়েছে। এটি সপ্তম স্বর্গের বেহেশতের পরে অবস্থিত।
ইসলাম ধর্ম মতে
ইসলাম ধর্মমতে আরশ মঞ্জিল হচ্ছে আল্লাহ সুবহানু তায়ালার সব থেকে বড় সৃষ্টি। আর ইসলাম ধর্ম মতে বিশ্বাস আল্লাহ তার ক্ষমতার নিদর্শন স্বরূপ আরশ মঞ্জিল সৃষ্টি করেছেন। আল কোরআনের ২৫ জায়গায় আরশ মঞ্জিলের উল্লেখ আছে। যেমন ২৩ নম্বর সুরা আল-মুমিনুন এর ১১৬ নম্বর আয়াতে বাক্য বলা হয়েছে। বস্তুতঃ আল্লাহ মহিমান্বিত, মহারাজাধিরাজ, চিরন্তন সত্য, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নাই, তিনি সম্মানিত আরশের অধিপতি।
যারা আরশ বহন করে আর যারা এর চতুর্পাশে অবস্থান করছে তারা সদা প্রভুর প্রশংসায় জপতপ করছে এবং তার প্রতি বিশ্বাস এনেছে.. সুরা আল মুমিনঃ আয়াত ৭
আর তুমি দেখতে পাবে যে ফিরিশতারা আরশের চতুর্দিক ঘিরে রয়েছে, তাদের প্রভুর প্রশংসায় জপতপ করছে, এবং তাদের মধ্যে বিচার ও মিমাংসা করা হবে সততার সাথে, আর বলা হবে, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের মালিক-আল কোরআনঃ সুরা আজ-জুমার, ৩০ নং সুরা, আয়াত ৭৫
আল কোরআনে আল্লাহর সিংহাসন বা কুরসি নিয়ে সুরা বাকারায় কুরসি নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহর বিখ্যাত নাম আল-হাই, আল-কাইয়ুম এর কথা বলা হয়েছে। হাদিসে আছে, রসুল (সাঃ) বলেছেন, প্রতি নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার পুরষ্কার জান্নাত এবং এটা পাঠ করলে শয়তানের হাত থেকে পরিত্রাণ লাভ করা যায়। হাদিস থেকে জানা যায় আরশ মঞ্জিলের অবস্থান সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফিরদাউসের উপরে যেখানে রোজ হাশরের বিচারের পর আল্লাহ তার প্রিয় বান্দাদের সান্নিধ্যে অবস্থান করবেন।এটি সিংহাসনে উপবিষ্ট পিতা গড,ওয়েস্টফালিয়া, জার্মানী, ১৫ শতকের শেষার্ধে অঙ্কিত।
খ্রিস্টান ধর্ম মতেঃ
নতুন বাইবেল অথবা নিউ টেস্টামেন্টে থ্রোন অব গডকে কয়েক রূপে বর্ণনা করা হয়েছে। দাউদের সিংহাসন, থ্রোন অব গ্লোরি, থ্রোন অফ গ্রেস এবং আরো অনেক ভাবে । ইহুদি ধর্মে বর্ণিত স্বর্গকেও, নতুন বাইবেলে গডের সিংহাসন হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইহুদি ধর্ম মতেঃ
মিকাইয়াহ ১ রাজা ২২, ১৯, ইসাইয়া ইসাইয়া ৬, ইজিকিয়েল (ইজিকিয়েল ১) এবং দানিয়েল (দানিয়েল ৭,৯) সবাই ঈশ্বরের সিংহাসনের কথা উল্লেখ করেছেন।
এটি বিষ্ণু অনন্ত শেষে বিশ্রাম নিচ্ছেন। দেবী লক্ষী তার পদসেবা করছেন।
হিন্দু ধর্ম মতে
হিন্দু ধর্মের বৈষ্ণব মতে ভগবান বিষ্ণুর সিংহাসন হচ্ছে শেষ অথবা শেষাঙ্গ। শেষ,কে অনেক সময় অনন্ত শেষ বা আদি শেষ নামেও ডাকা হয়। সাধারনত শেষ সম্পর্কে মন্তব্য করা হয় এটি বিশাল দুগ্ধসাগরে ভাসমান একটি সিংহাসন যেখানে বিষ্ণু শুয়ে থাকেন। তিনি কখনো পাঁচ বা সাত মাথা আবার কখনো হাজার মাথা নিয়ে আবির্ভূত হন।
তথ্যসূত্রঃ আল-কোরআন, সুরা আল-মুমিনুন, আয়াত ১১৬
আল কোরআন, সুরা আল-মুমিন, ৪০ নং সুরা, আয়াত ১৭।
আল কোরআন, সুরা আজ-জুমার, ৩০ নং সুরা, আয়াত ৭৫
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:২১
লেখা পাগলা বলেছেন: আপনার ঘরে আপনার দেবীকে বলবেন আপনার পায়ে যেন শিয়ালের পোড়া তেল মালিশ করে দেয় আশা করি ভালো হয়ে যাবেন ।
নো মাইন্ট ভাই মজা করলাম । ভালো একজন ডাক্তার দেখান আশা করি অতি শিগ্রই ঠিক হয়ে যাবে ।
২| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি মোটেই মজা করেননি, আমার স্ত্রী বলছে যে, শিয়াল পোড়া তেল আসলেই কাজ করে, আমি শিয়াল মারতে চললাম; খালের পাড়ে কিছুক্ষণ আগেই শিয়াল কাঁদলো; তার রক্ষা নেই আজ!
২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৯
লেখা পাগলা বলেছেন: হুম বুঝতে পারছি ভাবিও বেশ রসিকতা মানুষ । ধন্যবাদ গাজী ভাই।
৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৯
নকশা মাকড়সা বলেছেন: ধুর মিয়া কি কন এইগুলান?
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০১
লেখা পাগলা বলেছেন: ভাই আমি বলি নাই ইতিহাস দেখতে যাইয়া এ তথ্য পাইলাম তাই লেখলাম ।
৪| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো ভালো ।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৩
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভালো তবে আপনাাদের মত না ভাই ।
৫| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭
বাংলার জামিনদার বলেছেন: চাঁদগাজী ভাই যে শিয়াল মারতে গেলো, তা কয়টা মারলো??? নাকি সব শিয়াল হিজরত করে সিরিয়া চলে গেলো।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৪
লেখা পাগলা বলেছেন: মনে হয় চাঁঁদ ভাই শিয়াল মারতে গিয়া বনে হারাই গেছেন ।
৬| ২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৭
হাকিম৩ বলেছেন: আহারে শেষ পযন্ত শিয়াল পোড়া তেল মালিশ । যাই হোক সুস্থ হউন দিয়া কথা ।
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৫
লেখা পাগলা বলেছেন: হুম তাই মনে হচ্ছে ।
৭| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২
জ্ঞান ক্ষুধা বলেছেন: পৃথীবির নেতা ওবামা সাহেবের সিংহাসন কিসের উপর???
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭
লেখা পাগলা বলেছেন: ্ক্ষমতার উপর ।
৮| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭
তারেক৭০৭ বলেছেন: ভাই, শিয়াল মারার কষ্ট না করে অলিভ অয়েল মাখুন, খরচা ও কমবে, সময় ও বাচবে, আমাদের আদি পিতা হযরত আদম(আঃ) ব্যথা হলে অলিভ অয়েল মাখতেন ।
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৯
লেখা পাগলা বলেছেন: তাও ভালো শুনেছি অলিভ আর খেজুরের বেশ পুষ্টি ও ভিটামিনও আছে ।
৯| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
ঠ্যঠা মফিজ বলেছেন: অগ্র যাত্রা শুভ হোক ভাই লেখা পাগলার ।
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার ঠ্যঠা ভাইকে ।
১০| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার হৃদয়ের সিংহাসনের তবে কি হবে! !!!
খুব দারুন বিষয় তুলে এনেছেন-যদিও সেনসিটিভ!
কিন্তু আলোচনা দরকার। +++++্
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮
লেখা পাগলা বলেছেন: চমতকার মানুষের চমতকার কথাই থাকবে ।চমতকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিদ্রোহ ভাই । উনি আমাদের সকলের হৃদয়ের
সিংহাসন জুড়ে রয়েছেন । তবে উপরের লেখাগুলো শুধু ধর্ম পাথক অনুযায়ী যারা বিশ্বাস সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি ভাই ।
১১| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ঘটনা কি সত্যি? আমি তো জানতাম উনি হৃদয়ে থাকেন?
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ সাধু কথা সত্য উনি আমাদের সকলের হৃদয়ের
সিংহাসন জুড়ে রয়েছেন ।
১২| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভিন্ন। ভালো।
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ।
১৩| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৩
নতুন বিচারক বলেছেন: ঘটনা বা বিষয়টি কিন্তু সময়সাময়িক জটিল ভাবে তুলে ধরেছেন ।
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ প্রিয় নতুন বিচারক ভাই ।
১৪| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৮
মহা সমন্বয় বলেছেন: এর সবই মনগড়া কল্প কাহিনী মাত্র।
২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৫
লেখা পাগলা বলেছেন: যার যার বিশ্বাস যার যার কাছে এই আর কি ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
"এটি বিষ্ণু অনন্ত শেষে বিশ্রাম নিচ্ছেন। দেবী লক্ষী তার পদসেবা করছেন। "
-আমারও প্রায়ই পায়ে ব্যথা হয়