নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

তুমি বাংলার লক্ষ কোটি হৃদয়ের চেতনা

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪০


তুমি নজরুল, লিখতে ছন্দ, ছড়া,
লিখতে গল্প, কবিতা,
গাইতে বহু গীত,করেছো বহু রচনা,
যেন ছিল সব খুশি, আনন্দ, আর ব্যথা বেদনা ।
বিন্দু, বিন্দু, মিলে যেন এক কাব্যের অগ্নিঝরা,
এখনো কথা বলে,শিশুদের সেসব ছড়া,
যেন চলছে নজরুল কাব্যের মিছিল,
আর এর এমন অমরত্ব যেন চলবে অনাবিল ।
তুমি করেছিলে সাম্য রচনা
গেয়েছো সাম্যের গান
শুনেছো নজরুল তুমি লক্ষ কোটি হৃদয়ের প্রাণ ।
তুমি বাংলার জন্য সহ্য করেছো বহু লাঞ্ছনা,
করেছো সহ বহু বঞ্ছনা
তুমি বাংলার লক্ষ কোটি হৃদয়ের চেতনা ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: নজরুল কাব্য ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

২| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৯

নিউ সিস্টেম বলেছেন: সুন্দর লিখেছেন ভাই ।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৭

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৮

পথহারা মানব বলেছেন: ভালো লাগল প্রিয় একজন কবিকে নিয়ে লেখা। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অগ্নিঝরা, অনাবিল, গান, সহ্য।
প্রথম লাইনে তুমি নজরুল, (কমা) দেওয়া উচিত।

হতাশ হই যখন দেখি এতো সাধারণ বানানভুলের পরও লেখা নির্বাচিত পাতায় যায়! /:)

বানানগুলো ঠিক করে নেন।

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অগ্নিঝরা, অনাবিল, গান, সহ্য।
প্রথম লাইনে তুমি নজরুল, (কমা) দেওয়া উচিত।

হতাশ হই যখন দেখি এতো সাধারণ বানানভুলের পরও লেখা নির্বাচিত পাতায় যায়! /:)

বানানগুলো ঠিক করে নেন।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৩

লেখা পাগলা বলেছেন: ঠিক বলেছেন এটা অনেক বড় অন্যায় করেছেন কৃতপক্ষ পোস্টটা নির্বাচিত করে ।আমাদের মত লেখকদের লেখা প্রথম পৃষ্টায় থাকার যোগ্যও না ।

০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

লেখা পাগলা বলেছেন: ঠিক বলেছেন এটা অনেক বড় অন্যায় করেছেন কৃতপক্ষ পোস্টটা নির্বাচিত করে ।আমাদের মত লেখকদের লেখা প্রথম পৃষ্টায় থাকার যোগ্যও না ।

৬| ০২ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৫

নোমান প্রধান বলেছেন: আহ নজরুল

০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৪

লেখা পাগলা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৬

মামুন ইসলাম বলেছেন: এখানে অনেকে অনেক ধরনের কথা বলবে তবে লিখে চলুন নিজের মত করে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৩৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগলো আপনার কাব্য।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪০

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.