![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
ঘন বরষা,আঁধার ঘেরা গগন,
উড়ন্ত এক পাগলা পবন ।
বেগগতি কাটিয়ে,
পুরনো দিগন্তকে হারমানিয়ে,
নতুন দিগন্তের খোঁজে,
চলছে মন খুশিতে,
কোমর দোলন নাচিতে নাচিতে,
সঙ্গি ভাওয়াইয়া ভাটিয়ালী গাহিতে গাহিতে,
সকাল হইতে দুপুর,বৈকাল,দিয়া পারি,
হইতে চললো বেলা সাঁঝি,
তবু নাইরে দেখা,কোন কুল কেনারি,
দিক হারান্ত পথিক উড়ন্ত গতিতে ছুঁটছে যেন মাঝি ।
বৈঠা হাতে,
যেন একটারা তার বান্দা তাতে ।
বুঝলনা গাহিতে গাহিতে কখন পৌঁছালো মাঝি,
তার শেষ গন্তব, জীবনপুরী নামের সে ঘাটে ।
©somewhere in net ltd.