নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

মানুষের পতন হচ্ছে তার নকল জীবন

১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০


রাজার ছেলে,রাজার মেয়েরাই হয়,রাজপুত্ত আর রাজকন্যা,
তবে মানুষ মিছে কেন বলে ? তুই আমার সাত রাজার ধন,
তুই আমার মানিক,হিরা আর রতন,
সত্যকে মিথ্যা,আর মিথ্যাকে সত্য,মানুষের নাই কর্ম,আছে শুধু মুখের কথন।
হিংসে আর অহংকার এরা দুটি ভাই,
করিছে পৃথিবীর সকল মানুষকে তাদের বিষাক্ত ছোঁবলে ধংশন ।
কেহ বুঝেনারে ভাই,তাহার নিজ ভুলের সাধন,
হচ্ছে তার বড় পতন ।
করিয়া মন কর্ম নকল,
কি করিয়া হবে জীবনে সফল,
নিজ পরিশ্রম নিজ ভাগ্যের ফসল,
সতকর্মে মিটবে আরাম আয়েশ সকল ।
মিথ্যে কেঁদে নাইরে কোন লাভ ওরে পাগলা মন,
মানুষের পতন হচ্ছে তার নকল জীবন,
একবার খুলে দিয়ে দেখ তোর মিথ্যের বাঁধন,
দেখবি সত্যে জয় কত পর্বাতণ ।

লেখা পাগলা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অরুনি মায়া অনু বলেছেন: হাঁ সত্যেই মুক্তি | মিথ্যে জড়ানো সব কিছুই ধবংস ডেকে আনে | ঐ যে সাত রাজার ধন বলে শৈশবেই আমরা শিশুর মনে লোভ ঢুকিয়ে দেই | আমরা জীবনের অর্থ বুঝিনা | সুখের জন্য মিথ্যের আশ্রয় নেই |
সত্যের জয়গান গাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ |

১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০২

লেখা পাগলা বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অরুনি মায়া অনু ।

২| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের পতন হচ্ছে তার নকল জীবন,
একবার খুলে দিয়ে দেখ তোর মিথ্যের বাঁধন,
দেখবি সত্যে জয় কত পর্বাতণ ।

হুম। কথা সত্য :)

++++

১৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৪

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুভ বিকেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.