নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

সামুব্লগে সব লেখক কবি হয়ে গেছে

১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

অনেক ভালো লাগছে সামুর এই উজ্জল রুপ দেখে ।
সামুর সকল কাচালবাজ এবং ভালো ব্লগাররা সকল ধরণের কাচাল বাদ দিয়ে
এই স্বাধীনতার মাসে ভালো ভালো কবিতা লেখা শুরু করে দিয়েছেন ।
এভাবে যদি দেশের ভালো মন্দের কথা ভেবে দেশের সকল সন্ত্রাস নৈরাজ্য
তৈরীর কারিগরেরা ভালো হয়ে যেতেন তাহলে কতই না ভালো হতো ।
সকলে দেশকে ভালো বাসলে তাহলে দলমত ভুলে দেশের কথা ভাবতে হবে ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৯

গোফরান চ.বি বলেছেন: কিন্তু শুধু কবিতা আর কবিতার ছড়াছড়ি হলে তো বোরিং।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩০

লেখা পাগলা বলেছেন: তাইতো হচ্ছে কি আর করার ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে
আফনে খালি একদিক দেখলেন!!!!???

কিছু বইলা শ্বশুরবাড়ী যাবার চেয়ে - কাব্য কথায় ডুবে থাকা কে না শ্রেয় মনে করবে!
খড়গ যখন স্বৈরচারী! ;)
কে করে হায় নাম বিচারী
চাচা আপন প্রাণ বাঁচা
গুম খুন না জেলবিহারী!!!

নাই কোন চে ক্যাস্ত্রো
নাই কোন আর মুজিব
নাই কোন আর শহীদ জিয়া
ডাকবে হতে শহীদ!

কর্পোরেট এই চেতনায়
জীবন দিলে বোকা বানায়
তাইতো সবে চালাক হয়ে
বাঁচে তেলাপোকা তত্ত্ব লয়ে!!!

চেতনার এই পচন দিনে
ধরছে জং ধরছে ঘুনে
নাম বেঁচা আর ধরম বেঁচা
চাচা আপন পরাণ বাঁচা!

গণতন্ত্র নির্বাসনে
উন্নয়নের নামে ঋনে
ডুবছে দেশ ডুবছে জাতি
বলছে কে সত্য জেনে??

সাওতালদের নিয়ে ঘটল কি
মিডিয়া করল কি?
আল জাজিরা যখন দেখায়
সবে লজ্জ্বা পেল কি?

সত্য আজ এইরুপেই
তাইতো সবাই রয় নিরব
মতপ্রকাশের ধাক্কা বদলে
কাব্য কথায় রয় সরব!!!


২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৩

লেখা পাগলা বলেছেন: ভাই মন্তব্যে অনেকগুলো প্লাস ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

কলাবাগান১ বলেছেন: জ্বীন বিশারদ ও প্রচুর আছে ব্লগে!!!!!!!! তবে এই জ্বীন সেই জীন না।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৫

লেখা পাগলা বলেছেন: হি হি হি ওইটা আবার কোন জ্বীন কে জানে ভাই ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ধ্রুবক আলো বলেছেন: কথা খারাপ বলেন নাই!

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৬

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

গোফরান চ.বি বলেছেন: বিদ্রোহী ভাই এর কমেন্টে +

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৭

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ আমি লাইক দিছি আপনিও দেন ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

জাহিদ অনিক বলেছেন: শীতকাল তো , কবিতার প্রজনন ঋতু

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কবিতার ঠেলায় এখন আর ব্লগে আসিনা, ভয়াবহ বিরক্তিকর।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কথা :) ;) (;

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.