![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
১। প্রশ্ন : নারীদের ঠোঁট কেমন হলে সুলক্ষনা হন ?
উত্তর : যে নারীদের ঠোঁট ছোট পাতলা ও মসৃণ এবং দুটো ঠোঁটই সমান দেখা যায়
তারা সুলক্ষণা ও সুখী হয়ে থাকেন ।
২ । প্রশ্ন : কোন নারী কর্কট এবং চন্চল হন ?
উত্তর : যে সকল নারীদের জিহ্বা পাতলা থাকে তারা খুব কর্কট এবং চন্চল হন ।
৩ । প্রশ্ন : শান্ত এবং জেদী এই দুই প্রকারের নারী কি ভাবে চিনবেন ?
উত্তর : যে সকল নারীদের জিহ্বা মোটা হয় তারা হয়ত জেদী না হলে শান্ত হবে ।
৪ । প্রশ্ন: কোন নারীরা মিস্টভাষী ও আনন্দ প্রিয় হন ?
উত্তর : যে নারীদের জিহ্বা লাল হয় সে নারীরা মিস্টভাষী এবং আনন্দ প্রিয় হয়ে থাকেন ।
৫ । প্রশ্ন : কোন নারীরা খুব ভাগ্যবতী হন ?
উত্তর : যে সকল নারীদের কপাল সমান সুগোল ও উচ্চু তারা খুব ভাগ্যবতী হন ।
৬ । প্রশ্ন : কোন নারীরা খুব ধনী ও নিজেকে নিয়ে বেশি বেশি গর্ব করেন ?
উত্তর : যে সকল নারীদের কপাল উচু হয় তারা খুব ধনী এবং বেশি বেশি নিজেকে নিয়ে গর্ব করেন ।
৭। প্রশ্ন : কোন ধরনের নারীরা দরিদ্র হন ?
উত্তর :
যে সকল নারীদের কপাল নীচু হয় তারা দরিদ্র হন
৮ । প্রশ্ন : কোন নারীরা স্বামী দ্বারা কখনো সুখ পাননা ?
উত্তর : যে নারী বাহুতে শিরা ও লোম দুটোই থাকে সে নারী কখনই তার স্বামী দ্বারা সুখী হন না
৯ ।প্রশ্ন : কোন ধরনের নারী সর্ব সুখে সুখী হন ?
উত্তর : যে নারীর দেহে সূখ্ন সরল ও কোমল লোম হয় সে নারী সর্ব সুখে সুখী হন ।
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
বেকুবদের বিচিত্র ভাবনার পৃথিবী?
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:২৪
লেখা পাগলা বলেছেন: এইটা ভুল কইলেন গাজী ভাই বেকুবদের মুরব্বী আনিদের কথা ।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, একটু বেশী বলে ফেলেছি; তারপরও, আপনারা মায়ের জাতি, মেয়ের জাতি নিয়ে আন-সায়েন্টিক, লজিকবিহীন কিছু হঠাৎ লিখবেন না; এগুলো তো ফানের ব্যাপার না।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৯
লেখা পাগলা বলেছেন: গাজী ভাই একটি সময় আমাদের সমাজের
অনেক পুরুষ ও তাদের গাদিয়েন রা যেন ছেলে বিয়ে করাতে যেতেন না যেতেন কুরবানীর গরু বাছাই করতে ।
ধন্যবাদ গাজী ভাই ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:১০
কানিজ রিনা বলেছেন: চাঁদ গাঁজীর মন্তব্যে একমত।
আচ্ছা সৃষ্টিকর্তার দৈহীক গঠন কিসে শুলক্ষন
শুধু মেয়েদের বেলায় মুরুব্বিরা বলেছেন।
ছেলেদের বেলায় কোনও সুলক্ষন কুলক্ষন
বলতে কিছু শুনে থাকলে আবার বলেন।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫১
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ আপু আমার পরের পোস্টটি দেখার অনুরোধ থাকলো ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪৯
বিমূর্ত নীল বলেছেন: কানিজ রিনা আপার সাথে সহমত
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৪
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:২৪
বাবুলবাদশাগ বলেছেন: যে নারীর কপাল নিচু তার অবস্থা কি হবে।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৬
লেখা পাগলা বলেছেন: সে নারী অভাবী হয় ।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০
রিফাত হোসেন বলেছেন: ইউরিক এসিড গাউট
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৪
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২১
রিফাত হোসেন বলেছেন: উপরের মন্তব্যটা ভুলে করেছি ।
মুছে দিতে পারেন। অন্য একটি পোষ্টে করতে চেয়েছিলাম। দু:খিত।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৫
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৫
কালীদাস বলেছেন: ভাষা হারায়া ফালাইছি, কি কমু বুঝতাছি না।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০৩
লেখা পাগলা বলেছেন: থাক ভাই কিছু কইয়েন না ।
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮
মাঘের নীল আকাশ বলেছেন: ওরে ওরে ওরে...
২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:০২
চাঁদগাজী বলেছেন:
ডামী ধরণের ভাবনা!