![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
১ । প্রশ্ন : কোন ধরণের পুরুষেরা ভালো প্রেমিক হয় ?
উত্তর : যে সকল পুরুষের বুকে লোম বা পশম থাকে তারা খুব ভালো প্রেমিক হয় ।
২। প্রশ্ন : কোন পুরুষেরা উদর চরিত্রের হয় ?
উত্তর : যে পুরুষদের হাতে মাংস বেশি সে পুরুষেরা উদার চরিত্রের হয় ।
৩। প্রশ : কোন পুরুষেরা বুদ্ধিমান ও চিন্তাশীল হয় ?
উত্তর : যে পুরুষের কপালে ভাঁজ থাকে সে পুরুষের বুদ্ধি বেশি এবং তারা খুব চিন্তাশীল হয় ।
৪ । প্রশ্ন : কোন পুরুষেরা সৎ ও সরল হয় ?
উত্তর : যে যেকোন কথায় প্রাণখানা ভরিয়ে দেয় সে সকল পুরুষেরা সরল এবং সৎ হয় ।
৫। প্রশ্ন : কোন পুরুষেরা বীর পুরুষ হয় ?
উত্তর : যে সকল পুরুষদের বুক বড় মাপের হয় সে সকল পুরুষেরা বীর পুরুষ হয় ।
৬। প্রশ্ন : কোন পুরুষ অহ্কারী হয় ?
উত্তর : যে পুরুষেরা হাটার সময় তাদের দুটি হাত দোলে সে পুরুষেরা বেশি অহ্কারী হয় ।
৭। প্রশ্ন : কোন ধরনের পুরুষেরা অসৎ হয় ?
উত্তর : যারা কান্না করার সময়ে চোখ দিয়ে পানি নাপড়ে তারা অসৎ হয় ।
৮। প্রশ্ন : কোন পুরুষেরা কখনোই কোন অনন্যায়কে প্রশ্রয় দেন না ?
উত্তর : যে সকল পুরুষেরা হাটার সময় মাথা উচু করে হাটেন তারা কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই ।তা আপনার স্বভাব আমাদের জানা হয়ে গেছে ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
প্রামানিক বলেছেন: এর বেশির ভাগ কথা সত্য তবে এর ব্যতিক্রমও হয়।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪০
এই আমি রবীন বলেছেন: ভাই যে বই থেকে কথাগুলু লিখছেন সেটা কোন ভ্যানগাড়ীওয়ালা থেকে কিনছিলেন?
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪
লেখা পাগলা বলেছেন: ঠিক ধরেছেন ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কি বলবো। কিছু বলার নেই।
কপি পেষ্ট।
তবুও বলি লিখে যান...
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫
লেখা পাগলা বলেছেন: না আপনার কতা হয় নাই কপি পেস্ট না ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১
মামুন ইসলাম বলেছেন: চমতকার হইছে ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৬
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
এসব পাথারের যুগের লেভো-ডেভো লিখে লেখা-পাগলা? ছেড়ে দে মা