নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সংবিধানে বণিত প্রধান প্রধান মৌলিক অধিকারসমূহ (পর্ব ১)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

বাংলাদেশের সংবিধানের
তৃতীয় ভাগে ২৭ ধারা থেকে ৪৭ নং ধারা
পযন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে । আজ এ সে বিষয়ের উপরে সামান্য কিছু আলোচনা তুলে
ধরার চ্যাষ্টা করলাম ।

১। আইনের দৃষ্টিতে সমতার কথা কি বলে ?
সংবিধানের ২৭ নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকল নাগরিক আইনের সমান আশ্রয়লাভের অধিকার আছে ।
২। ধর্মীয় বৈষমহীনতা সম্পর্কে কি বলা হয়েছে ?
সংবিধানের ২৮ নং ধারায় বলা হয়েছে ধর্ম বর্ণ গোষ্ঠী নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে রাষ্ট্র ও জনজীবনের কোন ক্ষেত্রেই নাগরিক দের প্রতি বৈষম্ প্রদর্শন করা যাবে না ।

৩। সরকারি নিয়োগের বিষয়ে ধারায় কি বলা হয়েছে ?
সংবিধানের ২৯ নং ধারায় স্পস্ট বলা হয়েছে ধর্ম বর্ণ নারী পুরুষ বা জন্ম স্থানভেদে সকল নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের বা পদ লাভের রয়েছে সমান অধিকার ।

বিদেশী সম্মান খেতাব ইত্যাদি গ্রহণ করা সম্পর্কে সংবিধিনে কি বলা হয়েছে ?
সংবিধানের ত্রিশ নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোন নাগরিক কোন বিদেশী রাষ্ট্রের নিকট থেকে কোন উপাধি ও সম্মান এবং পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবে না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:

"সংবিধানের ত্রিশ নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোন নাগরিক কোন বিদেশী রাষ্ট্রের নিকট থেকে কোন উপাধি ও সম্মান এবং পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবে না । "

শেখ হাসিনা চাহিলে সকা/বিকাল প্রেসিডেন্ট বানাতে পারেন; শেখ হাসিনা যত পুরস্কার পাচ্ছেন, সেই ব্যাপারে অনুমতি নেবেন? প্রেসিডেন্ট গিয়ে পুরস্কার বহন করে আনার জন্য দাঁড়ায়ে থাকবেন।

খালেদা জিয়া তো ১ পাগলকে প্রেসিডেন্ট বানায়েছিলেন; আরেক প্রেসিডেন্টের পাছায় লাথি মেরেছিলেন।
আপনি আবার কি সব লিখছেন; বাবার হোটেলে আছেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

লেখা পাগলা বলেছেন: সাথে থাকুন আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.