![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
সংবিধানে আইনের আশ্রয় সম্পর্কে কি বলা হয়েছে ?
সংবিধানে ৩১ নং ধারা অনুযায়ী
বাংলাদেশের বাংলাদেশের অবস্থানরত সকল ব্যক্তিই আশ্রয় লাভে সমান অধিকার রাখেন ।
এবং আইন ছাড়া এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে অন্য ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ ও সুনাম এবং
সম্পত্তির হানি ঘটে ।
জীবন এবং ব্যক্তি স্বাধীনতা সম্পর্কে সংবিধানে কি বলা হয়েছে ?
সংবিধানের ৩২ নং ধারা মতে কোন ব্যক্তিকে ব্যক্তি স্বাধীনতা থেকে বাধ দেয়া যাবে না ।
সংবিধানে গ্রেপ্তার এবং আটক সম্পর্কে কি বলেছে ?
সংঘবিধানের ৩৩ নং ধারায় বলা হয়েছে গ্রেপ্তার করে প্রহরায় আটক করার পূর্বে যথাসম্ভব তাড়াতাড়ি গ্রেপ্তার করার ২৪ ঘন্টার মধ্যে আত্মপক্ষকে সমর্থনের জন্য আদালতে হাজির করতে হবে ।
সংবিধানে জবরস্তিমূলক শ্রমনিষিদ্ধকরণ সম্পর্কে কি বলা হয়েছে ?
সংবিধানের ৩৪ নং ধারা মতে কোন ব্যক্তিকে জোরপূর্বক কোন কাজ করাতে বাধ্য করা যাবে না ।
সংবিধানে বিচার এবং দণ্ড সম্পর্কে কি বলা হয়েছে ?
সংবিধানের ৩৫ নং ধারায় বলা হয়েছে অপরাধের দায় যুক্ত কার্য
সংঘটনকালে বলবৎ ছিল । এরুপ আইন ভংগ করার অপরাধ ব্যতীত কোন ব্যক্তিকে
দোষী সাব্যস্ত করা যাবে না । যা অপরাধ সংগঠনকালে বলবৎ সেই আইনবলে দণ্ড দেয়া
যেতে পারে তার অধিক বা তা হতে ভিন্ন দণ্ড দেয়া যাবে না ।
একই অপরাধের জন্য বারে বারে আদালতে সোপর্দ করা যাবে না ।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৪
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখছেন ।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫
লেখা পাগলা বলেছেন: আপনিও অনেক ভালো লিখেন।ধন্যবাদ
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
ব্লগ সার্চম্যান বলেছেন: সংবিধানগুলো আগে জানাছিলো না আজ জানলাম।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৫
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫
চাঁদগাজী বলেছেন:
প্রধান ও অপ্রধান মৌলিক অধিকার থাকে না।
আপনার পোস্টে লিখেছিলাম: শিক্ষা, চাকুরী, চিকিৎসা ও বাসস্হান হলো মৌলিক অধিকার; এখানে প্রধান ও উপ প্রধান নাই।