নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্কের নতুন মোড় নিচ্ছেে

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬


দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশের একটি হলো পাকিস্তান। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কন্নোয়নের ফলে পাকিস্তান রাশিয়ার সাথে সম্পর্ক জোরদারে সক্রিয় হয়েছে। এরমধ্যেই চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে সিপিইসি সমর্থন দিয়েছে রাশিয়া। অবশ্য রাশিয়ার এই সমর্থনকে পাকিস্তানের উষ্ণ সমুদ্র বন্দরের সুবিধা পেতে কৌশল হিসেবে দেখা হচ্ছে।অন্যদিকে এশিয়ার অন্যতম শক্তিশালী তিন দেশের বোঝাপড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত।
কয়েক দশকের বৈরীভাব কাটিয়ে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন পাকিস্তান এবং বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্নায়ু যুদ্ধের পর এই প্রথম বার খুব সতর্কভাবে পাকিস্তানকে কাছে টানতে চাইছে রাশিয়া। অন্যান্য বিষয় ছাড়াও বিশেষ করে আফগানিস্তানে তালেবানদের সাথে যুদ্ধ অবসানে ইসলামাবাদকে প্রভাবিত করতে মস্কোর এ প্রয়াস, কেন না সাবেক সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন সীমান্তে যুদ্ধ পরিস্থিতি গোটা মধ্যো এশিয়ার জন্য বড় ধরনের হুমকি। বহু দিন ধরে ভারত, আফগানিস্তান এবং ইরান অভিযোগ করে আসছেন পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোতে তালেবানসহ বিভিন্ন চরমপন্থীরা আস্তানা গাড়লেও তাদের দমনে পাকিস্তান তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোও পাকিস্তানের কড়া সমালোচনা করে যাচ্ছে। তবে শুধু চীন অব্যাহতভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন যুগিয়ে যাচ্ছে পাকিস্তানকে। তার সাথে হয়তো খুব শিগগির রাশিয়াকে আরেকটি মিত্র হিসেবে পেতে যাচ্ছে পাকিস্তান।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

জুন বলেছেন: কুটনীতির প্রধান বক্তব্যই হলো শত্রুর শত্রু আমার বন্ধু ।
আনন্দবাজার পত্রিকায় পড়েছিলাম এ নিয়ে ভারতের দারুন মাথাব্যাথা শুরু হয়েছে ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখা যাক কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায়:)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

উৎপল হালদার বলেছেন: হুম

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরাশক্তিগুলোর ভু-রাজনৈতিক স্বার্থের কারণে তাদের শত্রু মিত্র পরিবর্তন হয়।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরাশক্তিগুলোর ভু-রাজনৈতিক স্বার্থের কারণে তাদের শত্রু মিত্র পরিবর্তন হয়।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রাশিয়া চাইছে কাজাগিস্তান, তুর্কমেনিস্তান,উজবেকিস্তান, কিরগিরিস্তানসহ ইরান হয়ে পাকিস্তান পর্যন্ত তার বলয় গড়ে তুলতে। এম্রেরিকা ভারতের সাথে উষ্ণ সম্পর্কের ফলে সে কাজটা সহজ করে দিয়েছে। এ সমস্ত দেশের রাজনেতিক পটপরিবর্তন রাশিয়াকে সাহায্য করছে। চীন কে খুব কাছ থেকে সে (রাশিয়া) পেয়েছে। রাশিয়ার পরবর্তী চোখ থাকবে বাংলাদেশের উপর।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

প্রশ্নবোধক (?) বলেছেন: বেশিরভাগ বাংলা সিনেমাতে দেখবেন, ভিলেনের নায়িকাকে স্পর্শ করাও পাপ এবং বিশাল অপরাধ। আবার সেই নায়িকারই কাপড় খুলে ফেললেও নায়কের কোনও সমস্যা হয়না। আমাদের দেশের জনসাধারনের বৃহত্তর একটি অংশ এরকম নায়িকা সুলভ মানসিকায় সচ্ছন্দ বোধ করেন। এরা বন্ধু রাস্ট্র শত্রু রাষ্ট্র ফর্মূলায় বিশ্বাসী । এদেরকে কখনই বিশ্বাস করানো যায়না যে আন্তর্জাতিক সম্পর্ক সব সময় ট্রান্জেকশনাল সিস্টেমে চলে। আমরা পেছনে লাথি খেয়ে দাত কেলিয়ে হাসতে ভালবাসি্ ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এত পাকিবন্দনার কি আছে?
পাকিস্তান একটি নষ্ট বাতিল দেশ।
এটা ছিল রাশিয়ার ছোট একটি সামরিক দলের মামুলি রুটিন ভিজিট ৩ মাস আগে।

এখন কিছু এদেশী আবাল স্বপ্ন দেখা সুরু করেছে "রাশিয়া আর পাইক্কারা একজোট হয়ে ভারতকে শায়েস্তা করবে!
কিছু আবাল এখনো আমাকে প্রায়ই জিজ্ঞেস করে - " ভাই বিশ্বযুদ্ধ শুরু হইবো শুনছিলাম .. কবে সুরু হইবো ভাই?"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.