![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
হে খোদা তুমি না-কি বড় মেহেরবান ?
তুমি নাকি মালিক ?
এই তৃভূবনে আছে যত চাঁদ,সূর্য,
তারা, আর আছে যত আকাশ পাতালে প্রাণ !
তবে কি তুমি পারো করতে,
মোরে এক ফোটা চিরনিদ্রা জীবনের দান।
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১২
লেখা পাগলা বলেছেন: বিরহের যন্ত্রণা
২| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২২
blogermassud বলেছেন: ভালো অনুকবিতা।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।
৩| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন নিরাশা কেনো। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখান সুন্দর থাকুন
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩
লেখা পাগলা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ছোট কাব্য।
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪
লেখা পাগলা বলেছেন: আপনাকে ধন্যবাদ ইসলাম ভাই।
৫| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
০২ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৫
লেখা পাগলা বলেছেন: আপনাকে ধন্যবাদ কবীর ভাই।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
মানুষ সংগ্রাম করে, বুদ্ধি খাটায়ে এত পথ এসেছে।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯
লেখা পাগলা বলেছেন: আর আমি ব্যন খেতে এ পযন্ত এসেছি।
৭| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: কেনো এত হতাশা বন্ধু কেনো চাও ঘুম
কবিতার মাঝে তুমি হয়ে গেলে গুম।
বাঁচিবার চাও যদি দেখো এই বিশ্ব
বেঁচে আছে বড়লোক আর কত নিস্ব!!
০৬ ই মে, ২০১৭ দুপুর ১:১৭
লেখা পাগলা বলেছেন: আপনি একজন সাধারন ব্লগার
এখন থেকে আপনি অন্য যে কোন প্রকাশিত লেখায় মন্তব্য করতে পারবেন। আপনার লেখা প্রথম পাতার সকল পোস্ট অংশে প্রকাশিত হবে না। তবে সম্পাদকের বিবেচনা সাপেক্ষে আপনার লেখা নির্বাচিত পাতায় প্রকাশিত হতে পারে।
এই হল অবস্থা।
৮| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
এখন কি আপানার লেখা ১ম পাতায় যাচ্ছে?
০৩ রা জুলাই, ২০১৭ ভোর ৪:২১
লেখা পাগলা বলেছেন: না যাচ্ছে না । না যাক ।
৯| ২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
সামু আমার ৬টি নিক ব্যান করে দিয়েছে।
৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৮
লেখা পাগলা বলেছেন: কি জানি বুঝিনা কিছু। আমি আগে পরে আর কোন নিক খুলি নাই ।
১০| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: এত বিরহ
কোথায় রাখিব?
১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১
লেখা পাগলা বলেছেন: আপাতত ব্লক খেয়ে মেজর থেকে জেনারেল হয়ে বসে আছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১০
সামিউল ইসলাম বাবু বলেছেন: কেনরে ভাই? কোন সমস্যা?