নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় ব্লগার, আমার ব্লগে স্বাগতম। এটি একটি মাল্টি নিক। আপাতত ছদ্মনামে লিখতে হচ্ছে।

লেখার খাতা

একটি জামায়াত শিবির মুক্ত ব্লগ। আমার ব্লগে জামায়াত শিবির সম্পূর্ণ নিষিদ্ধ।

লেখার খাতা › বিস্তারিত পোস্টঃ

আজকের ব্লগার ভাবনা: ব্লগ জমছেনা কেন? এর পেছনে কারণ গুলো কি কি? ব্লগাররা কি ভাবছেন।

১৩ ই জুন, ২০২৪ রাত ৮:৩৫


সুপ্রিয় ব্লগারবৃন্দ,
আম পাকা বৈশাখে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। কাঠফাটা রোদ্দুরে তপ্ত বাতাস যেমন জনপ্রাণে একটু স্বস্তির সঞ্চার করে, ঠিক তেমনি প্রাণহীন ব্লগ জমে উঠলে অপার আনন্দ ও মানসিক তৃপ্তি অনুভূত হয় ব্লগ প্রিয়দের। ব্লগে যারা এখনো লেখালেখি করেন,ব্লগ যারা ভালোবাসেন, ব্লগ প্রাণহীন থাকলে নিশ্চিত করে বলা যায় তারা বিষন্নতায় ভুগেন। ব্লগের নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে কজন ব্লগার যখন বর্ণিল সব লেখনিতে নিজেকে আপন মহিমায় মেলে ধরে এবং ব্লগাররা সেখানে মন্তব্যের মাধ্যমে নিজস্ব অভিমত ব্যাক্ত করে, তর্ক-বিতর্ক করে তখন ব্লগ প্রিয়দের মন জুড়িয়ে যায়।

অতীব দু:খের সহিত আফসোস নিয়ে বলতেই হচ্ছে ৪ মাস আগে ব্লগ যেমন ছিল বিগত দুইমাস অমন আর নেই। প্রিয় ব্লগারগণ কি ভাবছেন? এর পেছনে কারণ কি? যদিও অনেকে ধারণা করেন সোনাগাজীকে ব্যান করে রাখা, রাজীব নুরকে ব্লগ থেকে বের করে দেয়া, সোনাগাজী ভক্তদের ব্যান এর ভয় দেখিয়ে স্তব্দ/নির্বাক করে দেয়া ব্লগ নিষ্প্রাণ হয়ে যাওয়ার জন্য দায়ী। কিছু ব্লগার মনে করেন ব্লগে অহেতুক আড্ডা পোস্ট দিয়ে সেসব পোস্টে ২/৩ জন মিলে ২০০-৩০০ মন্তব্য করা, যে মন্তব্য গুলোর একেকটার সাইজ ৪০০ থেকে ৫০০ লাইন।ফলে অনেকে বিরক্ত হয়ে ব্লগে লেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। আবার অনেকে মনে করেন ব্লগার সোনাগাজী শীষ্যদের কপিপেস্ট, ব্যক্তি আক্রমণ মূলক মন্তব্য, জামায়াত শিবিরকে ধোলায় এর কারণে অনেকে ব্লগে লিখছেন না বা মন্তব্য করছেন না।

অনেকে কি মন্তব্য করবেন ঠিক করে ফেলেছেন হয়তো এতক্ষণে। বলবেন ফেসবুক, টেকনিক্যাল সমস্যা, ইজি এক্সেস না থাকা, মোবাইল ডাটা দিয়ে ভিপিএন ছাড়া এক্সেস,না পাওয়া ইত্যাদি। খেয়াল করুন আমি ৪ মাস আগের ব্লগের অবস্থা আর এখনের অবস্থা নিয়ে কথা বলছি।তাই অহেতুক বারবার ফেসবুক, টেকনিক্যাল সমস্যা, ইজি এক্সেস না থাকা, মোবাইল ডাটা দিয়ে ভিপিএন ছাড়া এক্সেস না পাওয়া এগুলো টানবেননা।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৪ রাত ৮:৫৮

নতুন বলেছেন: ব্লগ জমে আলোচনাতে।

সবাই বিপরিত মতের ব্লগারকে সরাতে চায়। কিন্তু ব্লগের মজাই আলোচনা, যুক্তি, পাল্টা যুক্তিতে।

যখন ব্লগে ক্যাচাল বেশি হত তখন ব্লগের পোস্টের প্রতি সবার আকর্ষনও বেশি থাকতো।

সবাই অংশগ্রহন করতে পারে এমন টপিকের উপরে ব্লগ আসলে আবার ব্লগ জমে উঠবে...

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৫

লেখার খাতা বলেছেন: ব্লগ জমে আলোচনা তর্ক বিতর্কে শতভাগ সহমত।

বিএনপি জামায়াত পন্থি ও একটি বিশেষ সিন্ডিকেট এর প্রতি মডারেশনের বিশেষ সুনজর ব্লগ খরার কারণ সমুহের মধ্যে একটি। সম্প্রতি সিন্ডিকেট ভুক্তদের গুরু পাপ হালকা করে দেখা ও সিন্ডিকেট আওতাধীন দের লঘু পাপে গুরু শাস্তি দেয়া, ব্যক্তি আক্রমণ করার কারণে সিন্ডিকেট ভুক্তদের কিছু না করা, সিন্ডিকেট আওতাধীন দের কথায় কথায় ব্যান করে দেয়া ব্লগ খরার আরেকটা অন্যতম কারণ।

২| ১৩ ই জুন, ২০২৪ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: এ ভাটা সাময়িক। আবার জোয়ার আসবে।
ব্লগে পোস্ট সংখ্যা, পাঠক সংখ্যা কেন কমে যাচ্ছে, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারণগুলো আমরা সবাই জানি, না জানলেও অন্ততঃ অনুমান করতে পারি। যার যার অবস্থান থেকে তার তার কাজ করে গেলে ব্লগ আবার জমে উঠবে আগের মতই।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৭

লেখার খাতা বলেছেন: দীর্ঘদিন ধরে বলা হচ্ছে ব্লগে জোয়ার আসবে। কিন্তু ভাটা লেগেই আছে। সোনাগাজী ও তার শিষ্যদের উপস্থিতি ছাড়া ব্লগে প্রাণ আনা সম্ভব নয় মনে হচ্ছে আপাতত।

৩| ১৩ ই জুন, ২০২৪ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: আমিও একমত আপনার সাথে । কোথাও ঘাটতি হচ্ছে ব্লগ পরিচালনায় । আমরা আরও কিছু অ্যাপিল পোস্ট করি ব্লগারদের উদ্দেশ্যে । এই মুহূর্তে হাতেগোনা কজন ব্লগে আছেন । চাদ্গাজি বাধন মুক্ত হোক দেখবেন ব্লগ ঘুরে দাঁড়িয়েছে । রাজিব ফিরে এসো ।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৮

লেখার খাতা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: বাংলা ব্লগের প্রতি তোমার এই অগাধ ভালোবাসা দেখে মুগ্ধ হলাম!
কিন্তু বিস্মিত হলাম বাংলা কোন মাস চলছে সেটাই জানোনা দেখে- আজকের বাংলা তারিখ - বৃহঃস্পতিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ, ৫ জ্বিলহজ্জ ১৪৪৫ হিজরি, গ্রীষ্ম-কাল......

এই সামান্য মাসের হিসেব যদি মিলাতে না পারো তবে বুঝতেই পারছো বাংলা ব্লগিং আজ কোন পর্যায়ে পৌছেছে। :(


কি আর করা সব কিছুই বদলায়....... ব্লগও বদলাচ্ছে .......

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৯

লেখার খাতা বলেছেন: ম্যান ইজ মরটেল মানুষ মাত্রই ভুল। পোস্টটা বৈশাখে লিখে ড্রাফট করছিলাম। ভুলে এডিট করার কিছু নেই। আপনি চিন্তিত হব্রন না জনাবা।

৫| ১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৫৩

বিষাদ সময় বলেছেন: শায়মা বলেছেন: .....আজকের বাংলা তারিখ - বৃহঃস্পতিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ, ৫ জ্বিলহজ্জ ১৪৪৫ হিজরি, গ্রীষ্ম-কাল......

@ শায়মা
আজ ৫ জ্বিলহজ্জ.....ডেট ঠিক আছে তো? :)

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:১১

লেখার খাতা বলেছেন: নিজের বেলায় ১৮ আনা অন্যের বেলায় ১ আনা।

৬| ১৩ ই জুন, ২০২৪ রাত ১১:০২

হাসান মাহবুব বলেছেন: ব্লগ কখনই আগের মতো জমবে না। আর কখনই আগের মতো ট্রাফিক হবে না। নতুন প্রজন্মের সামনে অনেক অপশন।তারা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের নতুন নতুন ফিচার নিয়ে খেলছে। তারা দুর্দান্ত সব অ্যাপের দারুণ সব ফিচার নিয়ে খেলছে। পৃথিবী বদলাচ্ছে তীব্রগতিতে। আর সামুব্লগ গত ১০ বছরে নিজেকে কতটুকু বদলিয়েছে? একটুও না। সামু কি কোনো রেভিনিউ জেনারেট করে? না। নেহায়েৎ জানা আপা ভালোবেসে লস দিয়ে এখনও চালিয়ে যাচ্ছেন বলে টিকে আছে। অন্য কেউ হলে বন্ধ করে দিত। সচলায়তন বন্ধ হয়েছে, নাগরিক বন্ধ হয়েছে, আমার ব্লগ বন্ধ হয়েছে, প্রথম আলো ব্লগ বন্ধ হয়েছে। সামু যে টিকে আছে এখনও এটাই আশ্চর্যের।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:১১

লেখার খাতা বলেছেন: ভাই আমি ৪ মাস আগের ব্লগের পরিস্থিতি ও বর্তমান পরিস্থিতির কথা বলছি। ধন্যবাদ।

৭| ১৩ ই জুন, ২০২৪ রাত ১১:১১

শায়মা বলেছেন: ৫. ১৩ ই জুন, ২০২৪ রাত ১০:৫৩০

বিষাদ সময় বলেছেন: শায়মা বলেছেন: .....আজকের বাংলা তারিখ - বৃহঃস্পতিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জুন ২০২৪ খ্রিষ্টাব্দ, ৫ জ্বিলহজ্জ ১৪৪৫ হিজরি, গ্রীষ্ম-কাল......

@ শায়মা
আজ ৫ জ্বিলহজ্জ.....ডেট ঠিক আছে তো? :)

বাংলা ব্লগে বাংলা ভাষা মাস এসব জরুরী। জিলহজ্ব নিয়ে এরাবিক ব্লগে ভাববো।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:১২

লেখার খাতা বলেছেন: ইউ আর অলওয়েজ রাইট।

৮| ১৪ ই জুন, ২০২৪ সকাল ৭:৫০

নিমো বলেছেন: খায়রুল আহসান বলেছেন: এ ভাটা সাময়িক। আবার জোয়ার আসবে।
কাকু কি স্বপ্ন দেখা অবস্থায় এই মন্তব্যটা করেছেন ? হা-হা! B:-/

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৩

লেখার খাতা বলেছেন: উনি ইতিবাচক মানুষ। ইতিবাচক হওয়া ভাল।

৯| ১৪ ই জুন, ২০২৪ সকাল ১০:৪৩

নতুন বলেছেন: বর্তমানের ব্লগে আরো কম হবে। দেশে কুরবানীর ছুটি শুরু হয়েগেছে?

বেশির ভাগ ব্লগারাই সম্ভবত অফিস থেকে ব্লগিং করে। তাই অফিস ছুটি তো ব্লগেও ছুটি শুরু হয়। :D

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৫

লেখার খাতা বলেছেন: ব্লগার নীল আকাশ ও কাজী ফাতেমা ছবি অফিস থেকে ব্লগিং করেন, ফলে ব্লগার গোফরানের পোস্টে ব্যবহৃত ছবি সমূহ তাদের বিব্রত করে।

১০| ১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: ব্লগ জমে আলোচনা তর্ক বিতর্কে শতভাগ সহমত।

বিএনপি জামায়াত পন্থি ও একটি বিশেষ সিন্ডিকেট এর প্রতি মডারেশনের বিশেষ সুনজর ব্লগ খরার কারণ সমুহের মধ্যে একটি। সম্প্রতি সিন্ডিকেট ভুক্তদের গুরু পাপ হালকা করে দেখা ও সিন্ডিকেট আওতাধীন দের লঘু পাপে গুরু শাস্তি দেয়া, ব্যক্তি আক্রমণ করার কারণে সিন্ডিকেট ভুক্তদের কিছু না করা, সিন্ডিকেট আওতাধীন দের কথায় কথায় ব্যান করে দেয়া ব্লগ খরার আরেকটা অন্যতম কারণ।


ব্লগের একজন মডারেটর জাদিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে।

উনি কোন সিন্ডিকেটকে সুবিধা দেন বলে আমি বিশ্বাস করিনা। উনি যথেস্ট প্রফেসনাল এবং ডাইনামিক একজন মানুষ। উনি যেনে শুনে কোন অন্যায়ে নিজেকে জড়ান না বলেই আমার ধারনা।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৮

লেখার খাতা বলেছেন: তাহলে একটি প্রশ্নের জবাব দিন।

ব্যক্তি আক্রমণ এর দায়ে চাঁদগাজী ওরফে সোনাগাজী ও তার শীষ্যদের ব্যান করা হয় কিন্তু চাঁদগাজী ও তার শিষ্যদের যারা ব্যক্তি আক্রমণ করে তাদের ব্যান করা তো দুরের কথা কিছুই করা হয়না কেন?



বি: দ্র: সোনাগাজী ও তার শিষ্যদেরকে ব্যক্তি আক্রমণ করে করা মন্তব্যের স্ক্রিনশট প্রয়োজন পড়লে জানাবেন।

১১| ১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:২৬

নিমো বলেছেন: নতুন বলেছেন: ব্লগের একজন মডারেটর জাদিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে।

উনি কোন সিন্ডিকেটকে সুবিধা দেন বলে আমি বিশ্বাস করিনা। উনি যথেস্ট প্রফেসনাল এবং ডাইনামিক একজন মানুষ। উনি যেনে শুনে কোন অন্যায়ে নিজেকে জড়ান না বলেই আমার ধারনা।

হা-হা! এই একই কথা শেখ হাসিনা, বেনজীর, আজিজ, গোলাম আযম সহ হেন কেউ নাই যার বেলায় প্রযোজ্য হবে না। উনাদের বেলায়ও আপনার মত তোতা পাখি পাওযা যাবে যিনি দাবি করবেন উনাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে... =p~

১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:১৩

লেখার খাতা বলেছেন: ব্লগার সোনাগাজী গং ব্যক্তি আক্রমণ করার সাথে সাথেই যেরকম ব্যবস্থা নেয়া হয় অন্য একটি সিন্ডিকেট সদস্যদের ব্যক্তি আক্রমণ এর ক্ষেত্রেও যদি জাদিদ সাহেবের অবস্থান অনুরূপ হতো তবে ব্লগার নতুনের বলা " ব্লগের একজন মডারেটর জাদিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে। " কথাটি আর শেখ হাসিনা, বেনজীর, আজিজ, গোলাম আযম প্রমুখদের বেলায় প্রযোজ্য হতো না। নতুন সাহেব ব্লগে নিয়মিত। তিনি সব দেখেও না দেখার এক্টিং কেন করেন বুঝে আসেনা।

১২| ১৪ ই জুন, ২০২৪ দুপুর ১২:৪২

নতুন বলেছেন: @ নিম এবং লেখার খাতা < আপনাদের যা ইচ্ছা সেটা ভাবতে পাবেন, সমস্যা নাই তো। ;)

আমি আমার নিজের অভিঙ্গতার আলোকে জাদিদ ভাইয়ের সম্পর্কে বলেছি।

আপনাদের পছন্দ না হইলে কিছুই করার নাই।

১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:১৫

লেখার খাতা বলেছেন: ভাই নতুন আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এসব কি বলছেন?

১৩| ১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:২২

নিমো বলেছেন: নতুন বলেছেন: @ নিম এবং লেখার খাতা < আপনাদের যা ইচ্ছা সেটা ভাবতে পাবেন, সমস্যা নাই তো। ;)

আমি আমার নিজের অভিঙ্গতার আলোকে জাদিদ ভাইয়ের সম্পর্কে বলেছি।

আপনাদের পছন্দ না হইলে কিছুই করার নাই।

শেখ হাসিনা, বেনজীর, আজিজ, গোলাম আযমের ভক্তকূলও এইভাবেই সাফাই সহ বন্দনা করে থাকে। লেগে থাকুন। আপনার হবে।! ;)

১৪| ১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:৫২

নতুন বলেছেন: লেখক বলেছেন: তাহলে একটি প্রশ্নের জবাব দিন।
ব্যক্তি আক্রমণ এর দায়ে চাঁদগাজী ওরফে সোনাগাজী ও তার শীষ্যদের ব্যান করা হয় কিন্তু চাঁদগাজী ও তার শিষ্যদের যারা ব্যক্তি আক্রমণ করে তাদের ব্যান করা তো দুরের কথা কিছুই করা হয়না কেন?
বি: দ্র: সোনাগাজী ও তার শিষ্যদেরকে ব্যক্তি আক্রমণ করে করা মন্তব্যের স্ক্রিনশট প্রয়োজন পড়লে জানাবেন।


চাঁদগাজী খুবই ভালো ব্লগার, এবং ব্যক্তি হিসেবে উনি ভালো মানুষ হবেন বলেই আমি বিশ্বাস করি।

আপনার যদি অন্য কারুর সাথে ফেভার করার প্রমান থাকে সেটা নিয়ে লিখুন। সবাই আলোচনা করবো।

চাঁদগাজী কে আমিও বলেছি যে তার ব্যক্তিআক্রমনের স্বভাব পাল্টাতে হবে। উনাকে কয়েকজন মিলে খুচিয়ে বিরক্ত করে এবং পরে উনি যেটা করে সেটাকে হাইলাইট করে। এটা ভিলেজপলেটিসএর মতন চক্রান্ত। উনাকে সাবধান থাকতে বলেছি।

উনি মুরুব্বি মানুষ উনার হয়তো এতো কিছু খেয়াল থাকেনা এবং উনি হুট করে রেগে রিয়াক্ট করে বসেন।

১৫| ১৪ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৪

নতুন বলেছেন: রানু ভাইয়ের সাথে চ্যাট করেছি, আমি অনুরোধ করেছি ফিরে এসে আবার লিখতে। আশা করি উনি ফিরে আসবেন।

১৬| ১৪ ই জুন, ২০২৪ বিকাল ৫:২২

পুলক ঢালী বলেছেন: হামা ভাইয়ের সাথে ১০০% সহমত জ্ঞাপন করলাম। ব্লগার কেন কম, কেন জমছে না এ ব্যাপারে মন্তব্য নিষ্পয়োজন।
জানা ম্যাডামকে রেভিনিউয়ের ব্যাপারে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছিল আমার যতদুর মনে পড়ে ! কিন্তু তিনি অর্থের বিনিময়ে আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষার চর্চার কথা মনেপ্রাণে ঠাই দিতেই পারেননা, তাই কোনো রেভিনিউ জেনারেট করেনা।
জানা ম্যাডাম অনেক হেনস্থার শিকার হয়েছিলেন, বাংলা ভাষার প্রতি ওনার অকৃত্রীম ভালবাসাই এই ব্লগকে টিকিয়ে রেখেছে।

ভাল থাকুন সবাই।

১৭| ১৪ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

কিশোর মাইনু বলেছেন: পুরোনো ব্লগার অনেকেই আগের মত এক্টিভ নেই। তার উপর মোস্ত এক্টিভ রাজীব ভাই, চাদগাজি, সোনাগাজী দের উপর রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর নতুন জেনারেশনের ছেলে মেয়ে গুলোর মধ্যে অনেক কেই দেখি বাংলাকে ক্ষ্যাত মনে করে। তারা কি ব্লগিং করবে?
কিন্তু আশা করতে সমস্যা কোথায়?

১৮| ১৪ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

শায়মা বলেছেন: ওহ তোমার অবস্থা তাইলে সেই জসিমউদ্দিনের বাঙ্গালীর হাসির গল্প চৈত্র মাসের মশলা পৌষমাসের মত দেখছি।

যাইহোক চিন্তিত হইবো না কেনো? ব্লগ ব্লগ করিয়া তোমার চিন্তা দেখিয়া আমাদের চিন্তিত না হইবার কোনো উপায় আছে? তাই তো একটু চিন্তা করিয়া দেখিলাম চৈত্র মাসের মশলা পৌষমাসে দিলে ব্লগের কি হাল হয় সেটা। :)


যাইহোক বিষাদ ভাইয়ার মন্তব্য দেখে এত খুশি হয়ে ১৮ আনা আর ১ আনা হিসাবেও চৈত্র আর পৌষমাসের ফারাক রয়ে গেলো।
যাইবলো আর তাই বলো ১৮ আনা ১ আনার চাইতে বেশি.... আর ভুল যখন ১৮ আনা হয় তার পরিমানটাও ১ আনার চাইতে বেশি। বাংলা ব্লগে লিখতে গেলে তাই বাংলার হিসাবটা একটু ঠিক রাখা প্রয়োজন। আর এটা কোনো এরাবিক ব্লগ না আর ৫ আর ৬ এর মধ্যে হিসাবটাও খুব কাছাকাছি। এছাড়াও সময়ের বিভেদ সামান্য হলেও থেকে যায়। যাইহোক এইসব বলে লাভ নেই তবে তোমার বক্তব্য বুঝেছি ভালোভাবেই-

চাঁদগাজী ভাইয়া নেই বলে মানে ব্যানে আছে বলে ব্লগ আর ব্লগ নেই এ কথা বলতে চাচ্ছো তো? সেটা বুঝেছি।

তবে ব্লগ নিয়ে সামুটিমের যত না মাথা ব্যথা তোমাদের কয়েকজনের মাথা ব্যাথা দেখে মনে হয় জানা আপুর উচিৎ তোমাদের হাতে ব্লগ তুলে দেওয়া। তাতেই ব্লগের একমাত্র উন্নতি হবে।

১৯| ১৫ ই জুন, ২০২৪ সকাল ৯:১৮

আহলান বলেছেন: পাঠকের রেসপন্স খুবই নাজুক। অর্থাৎ আপনি কিছু একটা লিখলেন, কিন্তু সেটা পড়ে কেউ তার অনুভুতি ব্যাক্ত করলো না। ইয়েস নো ভেরিগুড কিছুই বল্লো না, এটা একজন লেখকের বড় অপ্রাপ্তি। এর জন্য যতটা না লেখক দায়ী, তার চেয়ে পাঠকরা বেশী দায়ী। কারণ লেখক পাঠকদের জন্যেই লেখে, কিন্তু পাঠক তার দায়িত্ব পালন করে না। তবে আগের সেই সোনালী যুগ আর আসবে না। সর্বত্রই বাক স্বাধীনতার উপরে রেসটিকশন কাজ করছে - এটা সবাই বিশ্বাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.