![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশা ছিল তুমি আমার হলে
ভোরের কুয়াশায় হাটবো
ভেজা সরষে ফুল গায়ে মেখে।
অজানায় হারিয়ে যাব
তোমার হাতে হাত রেখে।
আশা আমার প্রতিহত
আসলে না আর কাছে,
কোনভাবেই সাধ মরেনা
আসবে তুমি হয়তো সন্ধ্যা সাজে।
ঘুম হয়ে থাকবে তুমি
দুই নয়নের মাঝে।
সন্ধ্যা হল জোনাক আলো
আকাশে তারার মেলা
নিচে আরাধনায় দাড়িয়ে একা
এত আনচান তবুও দিলেনা দেখা।
তোমার ওই মনটা
যতই হোক ধুলো মাখা পথ
পথিক হয়ে পথেরে করিব নিঃশেষ
করিলাম আজ শপথ।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
রাইসুল ইসলাম রাণা বলেছেন: দারুণ!