![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বেদনায় গঁড়া জীবন
আশায় হতাশা আলোতে আঁধার
আর উপহাসে ভূবন।
এলো মেলো হৃদয়ে বাতাসের ক্ষন
ভরে গেল সুখের সময়
মন্দে শন শন।
দীর্ঘ সময় ধরে মনোবল শক্ত করে
আশা হল খানি
তবুও পেলাম না প্রতিদান আমি।
জ্বালাতে চাইলে সুখের আলো
নিভে যায় জানি
কুলক্ষনে লেখা মোর বিধিলিপি খানি।
রাতের আঁধার পেরিয়ে গেল
জাগ্রত হল আশা মোর
চোখ মেলে দেখি আজও হয়নি নিশিভোর।
©somewhere in net ltd.