নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দিতা

মোবারক হুসেন

চাকরী-এন।জি।ও সেক্টর-এমকম

মোবারক হুসেন › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯

নিত্য আমার বসন্ত হয় র্দূবা ঘাসের ভিড়ে,
ইচ্ছে করে বেরিয়ে যাই শহরের বুক চিড়ে।
গতি বিধি র্কম রীতি ঘড়ির কাটায় ঘুরে,
একটি মুখই আটকে রাখে হাজার মুখের ভিড়ে।
তেলে ভাজা খুবই মজা গল্প কথার মত
জীবনটা হয়না তেমন কল্পনাতে সাজাও তুমি যত।
রাজা রানী রাজ কুমারী নেইতো এসব আর,
বড় লোকরাই তাদের ছায়া বলবো কি ভাই তার।
আমরা গরীব কচু পাতায় খানিক শিশির বিন্দু
সাতার কেটে পাড়ি দেওয়া সম্ভব নয় যে মস্ত বিষাদ সিন্দু।
ভাল লাগে ভাল বাসি হয়নি বলা তারে,
ভাল বাসা হয় শুধু সমানে সমানে।
পাশে থেকে দেখবো তারে রাখবো বেধে অনুভবে শুধু,
কে বলেছে ভালবাসলেই তাকে আমার করতে হবে বধূ!
আমার মত তারও আছে ভাল লাগায় সম অধিকার,
চাঁদ ফেলে সে আসবে কেন কাদায় গড়াবার।
আমরা সবাই মানুষ জাতি পশু নয়তো আর।
আমি যত আমার মত শুধুই লিখে গেলাম,
কবিতাতে শিরোনামটা তোমরাই দিও ভাববো কিছু পেলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

দূরত্ব বলেছেন: নিত্য আমার বসন্ত হয় র্দূবা ঘাসের ভিড়ে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.