নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নন্দিতা

মোবারক হুসেন

চাকরী-এন।জি।ও সেক্টর-এমকম

মোবারক হুসেন › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির ছোবল

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২১


ভেবোনা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা
কোন এক দিন তোমার জীবনেও আসবে না ,
সেদিন স্মৃতির তীব্র ছোবল তোমাকেও কাঁদাবে ,
ভাবছো অভিশাপ দিচ্ছি?
না,তুমি তোমাকেই চিনলে না
চোখে স্বপ্ন বুনলে,গাছ হল,ফল হল
ভোগ করলে না,মাকাল ফল ভেবে
বিভেকের বিচার জাননা বলেই আমার এসব বলা।
যদি এমন দিন আসে সেদিন হয়তো আমি তোমা
হতে বেশি দুরে রবো না,সেখানে
তোমার কান্না আমায় স্পর্শ করবে ।
সেই চোখের জল মনে করিয়ে দিবে
আমায় কেউ কষ্ট দিত ।
মনে করিয়ে দিবে
আমার চোখের জল
কারো হৃদয়ের আনন্দ ছিল ।
কোন এক মায়াবী আমায় ভালবেসে ছিল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৫

বিজন রয় বলেছেন: স্মৃতির তীব্র ছোবল তোমাকেও কাঁদাবে ।

অনেক স্মৃতি আছে কোন দিন ভোলা যায় না।
অনেক ভাল লাগল কবিতাটি।
+++++

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৭

মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.