![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো হে বৈশাখ সরূপে ফিরে
কালবৈশাখীর রূপ ছেড়ে,বাঙ্গালীর নীড়ে।
সেখানে পাবে তুমি পান্তা ভাতের সাথে
কাঁচা মরিচ লবণ আর কাঁচা পিয়াজ পাতে।
হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদের লুকোচুরির সাথে
আবার তুমি দেখতে পাবে কানা শিয়ালের বিয়ে।
তুমি এলেই শুরু হবে আকালুর হালখাতা
মিষ্টি মুখে মানুষ ফিরবে ঘরে,বাকির খাতা শূন্য হবে
অভাব ফুরাবে,মুখে তার হাসি আসিবে ফিরে।
ঝড়ের রূপে তুমি এলে,দুষ্ট বালক আম কুড়ানোর কালে
তোমারে দেখেই তারা সাহসী আর বলবান হবে।
মেঘের গর্জন পাখির কলরব আর কদম ফুলের দোলায়
তোমার আগমন স্মৃতিতে মেখে নিবে।
তোমায় দেখেই বড় হয়ে তারা নিজের মাঝে
বাঙ্গালীকে খুজে পাবে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯
বিজন রয় বলেছেন: বৈশাখ দুয়ারে কড়া নাড়ছে।
++++