![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যাহা দিয়ে গেলাম দিও প্রতিদান
হোকনা তাহা ফুল হোকনা তাহা গান।
আমি যখন থাকবোনা তোমার কাছাকাছি
আমার গানের সুর বাজবে হয়ে বাঁশের বাশি
আমার ফুলের গন্ধ যদি সুভাস ছড়ায় মনে,
নামটি আমার লিখে রেখো তোমার অন্তরে।
আজ যাহা রেখে গেলাম সামান্য সে দান
তুমি যদি গ্রহন করো জুড়াবে মোর প্রান।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
ইনকগনিটো বলেছেন: শুভকামনা