![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোকিল ধরলে গান
বসন্ত এসেছে ধরায়
ফুলেরা সুবাস ছড়ায়
ভালবাসা পায় প্রান।
পোষা পাখি ময়না
কথায় কথায় বায়না।
লাল ঠোটের টিয়া
করবে নাকি বিয়া
মগডালে বসে থাকে
পেতে সঙ্গীর দেখা।
একপায়ে দাড়িয়ে বক
মাছধরা তার খুব সখ
পায় যদি পুটি
ধরবে চেপে টুটি।
টুপকরে ধরে মাছ
সে তো মাছরাঙ্গা
আয়েস করে খেয়ে
শরীর করে চাঙ্গা।
বাবুই বানায় বাসা
তাল গাছের পরে
ছনের চালে চড়ুইপাখি
জ্বলে পুড়ে মরে।
কর্কশ কন্ঠী কাক
আবর্জনা করে শেষ
দূষন থেকে বাচিয়ে
রক্ষা করে পরিবেশ।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ। আছি আপনাদের পাশাপাশি।
২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর । লিখে যান অবিরত