![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসো নত হই সৃষ্টিকর্তার কাছে।
সত্য,সুন্দর আর ন্যায়ে,
সর্বময় থাকি পাশে ।
নিজ কর্ম্ দোষে আমরা কাদি
শয়তান হাসে ।
এসো সংশোধনে যেন,
নিজের কাটা খালে শয়তান ভাসে।
যদি হাতে রাখ হাত
আসবে সঠিক পথের দিশা
উত্তম টিকিয়া রবে
অধম যাবে বরবাদ।
এসো ন্যায়ের পথে চলি
রাজপথ ফেলে আর নয় চোরাগলি।
মশাল জ্বালাতে যদি ঘরখানাই গেল পুড়ে
কি লাভ কবিতার খাতায়
কবির ভূমিকায় কলম ধরে।
এসো এক সাথে চলি
ঝগড়া বিচ্ছেদ আর অভিমান ভূলে
হিংসা ক্লেশ আর অহংকার দুরে ঠেলে
ভালবাসায় কথা বলি।
©somewhere in net ltd.