![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি ফিরে আসি আবারও কাছাকাছি
আমার আলোঁ নিঃশেষে
তোমার আলোয় আলোকিত হবো
শত অবহেলায়ও রবো পাশাপাশি
তুমি বিস্মৃত হবে কাছে পেয়ে নয়,
বাসি ফুলে সুবাস ফুরালে যা হয়।
ইচ্ছে নাই ফিরে যাই তবুও মানি বিধিলিপি
কষ্ট চেপে রাখি তবুও মারে উকি
কি আর করা মনের ঘরে নাই যে তালাচাবি।
এই যে তুমি এই যে আমি
একই বৃত্তে ফুল
একই পথে হাটা শুরু
অথচ আজ ভিন্ন পথে
কার কতটা ভুল।
তোমার জন্যই নিষ্য আমি
তোমার জন্যই আজকে আমার
খোযাঁ গেছে সবই,
অমঙ্গলে থেকেও তবু
তোমার মঙ্গল ভাবি।
তুমি যদি সুখে খাক
বাচবে ভালবাসা।
আশার মাঝেই আশার মরণ
না হোক কাছে আসা।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
মোবারক হুসেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২
কানিজ রিনা বলেছেন: জীবনের শেষ বেলা নতুন করে ফিরে পাওয়া,
শত ছিন্ন পিব্জিরার জোড়া। জোড়া লাগবে
কি হিয়া। তবুও সন্তানেরা আপন রক্তের
স্রোতে ভাসাবে ভেলা। তাইতো লিলা সাঙ্গ
হবে আপন মেলায়। শুভ হোক,
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯
মোবারক হুসেন বলেছেন: আপনার সুরে আমি নয় দুরে
বলছিনা গান
আপনার কথা গুলো
জুড়ালো মোর প্রান।
শুভ কামনা রইলো।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল হয়েছে।
২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
মোবারক হুসেন বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++