![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
আমার অবর্তমানে তোমার অস্থিরতার ব্যাস বাক্য আমাকে কাঁদায়-নি
হৃদাত্মার বনফুল মুঞ্জরিতে সাহসী ভ্রমর খেলেছিল
অগোছালো মনের করিডোরে-
উচ্ছ্বাসে প্রাণবন্ত তোমার দিগম্বর হাসি।
বাস্তবিক সুখের মন দেউলে তোমার সাবলীল আসা যাওয়া
কি নেই এতে! হারানো সত্ত্বার অমোঘ বিসর্জন-
বেহিসাবি আত্মার রোদন ব্যাথাহীন কতকাল
মন দেউলে এঁকেছিল পদ-রেখা, বুঝিনি তাকি সুখ না শোক ছিল।
আমি হন্তারক নই তবুও কেন হতে পারিনা অপাপবিদ্ধ
তোমার শিহরণ উশর মরু, দাবানল, পারি না অকথ্য ভাষায়...
স্মিত হাস্যে করেছ আলিঙ্গন
সেই সমাহিত পুরহিত আঙ্গুল ছুঁয়ে বলেছিল ধিক্ ।
শামুকের অধর ছুঁয়ে ডাহুকের ফণা
ভোরের অন্ধকার অমানিশা হয়ে শেষ কৃত্তির যবনিকা আঁকে
জোছনায় আধছোয়া রং তুলির আঁচড় ।
শৈবাল চত্বরে দেহাতি মগ্ন পুরুষ আরাধনায় মত্ত
অনুভূতির শিউরে থাকে সে বহু দূর।
©somewhere in net ltd.