![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
আচমকা হতাশা ঢেলে দেওয়া বিবর্ণ অন্ধকারে
যতটুকু নীল দেবে তারও চেয়ে মৃদু কম্পমান
বন কপোতীর বুকের পাঁজর।
ক্ষান্ত-হীন সিক্ত চুম্বনে অধরের লাল রসে নেব তৃপ্ত আস্বাদন
তখনও শুনবো পদলালিত্যের ঝংকার
বুনো হরিণীর ছুটে চলা,
পেছনে ধাওয়া করা ব্যাঘ্র শাবক।
ভেঁজা শেয়ালায়ের মত কুঁকড়ানো দৃষ্টি
এক অথর্ব অনড় জীবনের অভিসম্পাত তারপর আরও দূর নন্দিত নরক
কুলষিত আত্মারা সারা দেয় আত্মার রোদনে বিমর্ষ প্রলাপ বকে।
ঝরা পালকের মত পড়ে থাকে নিথর স্বপ্নগুলো
তার পর একদিন ইতিহাস হব কাব্যিয় জীবনের অবসান ঘটিয়ে।
©somewhere in net ltd.