![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
বৈশাখের বৈরিতায় নোনা জল কাব্য অধরে পিরানের আচল সুখ!
এলোকেশী কখনও ধ্রুপদী, হও যাতনা অর্কিড
ভাবনার ডুব সাঁতার পানকৌড়ি আচড় কাটা জল
কে ভাঁসে দেহহীন স্মৃতির শূন্যতা বীণায় অমলিন ।
বিষবৃক্ষের অমৃত সুধা অকথন অনুভূতি হারিয়ে জোনাকির নাকফুল
পালায়নি অক্ষমতা অদূরে সংস্কৃত শ্লোক যন্ত্রনার বেরিবাঁধে
শাণিত সুখ বৈঠা আকন্ঠ নিমজ্জিত, পাড়ি দেয় পাতিহাঁস
কানে বাঁজে নবজাতক পায়েলের নিক্কন ঘুঙুরের অভিলাষ
চিবুক ছুঁয়ে চুপিসারে বলে কাঁশফুলের আঘ্রানে বুঝে নিও তোমার ক্রীতদাশ।
সমীরণে উত্তরী গায় দূরন্ত বেদনা ঝরা শিউলী তল অনাহুত বৈরীতায়
জন্মকে ধিক্কার দাও সত্যের নোনা স্বাদে তবে কি পরাভূত ?
না সুখ আতিশয্যে লজ্জিত আমি যে পুরুষ বুঝনি তা আগে ।
দোদুল্যমান নিয়তির কাঠগড়ায় জাফরান রংয়ের অধরে জাগে কামুক বালুচর
ভালবাসা বিকিয়ে কতবার কর অশুভ নিমন্ত্রণ।
রুদ্ধশ্বাসে নেমে আসা বৃষ্টি ঘটায় নিবিড় মৈথুন
ভাষাহীন চিত্তে কল্পবিভোর আবির্ভাব উত্তরসূরীর ছায়াপটে দৃশ্যলোক।
উত্তরণে ক্লান্ত মন দেহাশ্রয়ী সুখানন্দে খুঁজে নগ্ন বাহন
অমার্জনীয় অপরাধ বুকে হাহাকার নৈঃশব্দে পাড়ি দেয় নিগূঢ় কালো মেঘ
আস্তিনে লোকানো নরম সিপাই যুদ্ধের দামামা মনে মনে চাই
তবে কি মৃণালীনি অগোচরে যাই তোমার ভেঁজা আঙিনায়।
তুমিই সত্যবীনা শাশ্বত ধ্রুব মোহমায়া, খেলেছ চুড়ইভাতি কার্নিশে দাঁড়িয়ে দুলিয়ে কর্নদুল
অক্লেশে বহুবার ফিরিয়েছি তোমায় নতজানু হলাম আবার ঢাঙ্গর হয়েছি এইকি আমার ভুল।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
লিখন ০৩ বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেওয়ার জন্য
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১২
সনেট কবি বলেছেন: অনেক আবেগ ঘন আপনার কবিতা।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে তবে বেশ কিছু টাইপো আছে -
বৈশাখে , পানকৌড়ি , বিষবৃক্ষ, পাতিহাঁস, নবজাতক, নিক্কন, ঘুঙুরের, বুঝে নিও, ক্রীতদাস, দোদুল্যমান, নিবিড় মৈথুন, নিগূঢ়, মৃণালিনী, আঙিনায়, শাশ্বত, কর্ন দুল, ( অবশ্য যেগুলি আমার চোখে ধরা পরল )
বানানের ব্যাপারে আপনাকে আরো একটু সাবধান হতে হবে।। তবে লিখতে থাকুন নিশ্চয়ই একদিন আরো ভালো হবে।
বাসন্তিক শুভেচ্ছা রইল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
লিখন ০৩ বলেছেন: নব্য হাতে খড়ি মানুষটাকে কটাক্ষ না করে ভুল গুলো মার্জনীয় চোখে দেখেছেন এবং উৎসাহ ও কম দেননি সে জন্য ধন্যবাদ দিলে হয়ত বেশীই ছোট করা হবে। তবে আমি লেখক কিংবা কবি নই মনের আকুতি গুলোই লিখি বা লেখার চেষ্টা করি। আপনার উপদেশ গুলো ভবিষতে আমার চলার পাথেয় হয়ে রইবে। তারপরও মন থেকে এই মানুষটা কে ধন্যবাদ না দিয়ে পারলাম না। হয়ত আমার কাছে আপনি অনুসরনীয় হয়ে থাকবেন কেন নয় আমার কাছে অনেকের ভেতরে বুঝি আপনিই অন্যতম ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
রোকনুজ্জামান খান বলেছেন: ব্লগে স্বাগতম ,,,,
ভালো ভালো লিখা দিয়ে ভরিয়ে তুলুন ব্লগার দের অন্তর ।