নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩ › বিস্তারিত পোস্টঃ

গ্লানি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০১



নির্লিপ্ততার কাছে হার মানতে আমি চাইনি, জয়ের স্রোতে যে অবগাহন করব তাও ভাবিনি
আমি নিরুত্তরের ভাষা বুঝতে চেয়েছি, তার দুর্বোধ্যতা আমাকে এগুতে দেয়নি।
তাই বলে আমি থমকে দাড়াই, শূন্যতার মাঝে কোলাহলকে খুঁজেছি রিক্ততা আমাকে রেহাই দেয়নি
শামিয়ানা দিয়ে লজ্জাকে ঢাকতে চেয়েছি শ্লথটা আমাকে তা করতে দেয়নি।
তোমাকে আমার মত করে ভাবতে চেয়েছি পাশবিকতা তা মেনে নেয়নি,
নির্জন সত্যকে অংকে কষেছি রিষ্টটা আমাকে মুক্তি দেয়নি।
উজান নদীতে তরী ভিড়িয়েছি প্রতিকূলতা আমার পিছু ছাড়েনি,
নৈরাশ্যের হঠকারিতায় প্রলুব্ধ হয়নি তবুও জীবনকে সাজাতে পারিনি।
ছিপ নৌকার গুলোই এ বসে অসংবৃতার জলকেলি দেখেছি তাতে তৃপ্তার আস্বাদন পাইনি
উদ্বেলিত ঘোড় দৌড়ের মাঝে প্রবহমানতার চিহ্ন খুঁজেছি ধূসর ধূলির মাঝে বিলীন হয়েছে
ভাবলেশহীন ভক্তের মত থিয়েটারের রঙ্গ চিত্র দেখেছি তাতে কোথাও বাস্তবতার রেশ পাইনি।
জিউসের পতঙ্গম পাহাড়ের কাছে প্রশ্ন রেখেছি, অবান্তর উত্তরে নিজের মূর্খতাকে জেনেছি।
কালের প্রবহমানতায় নগ্নতার পরিচয় মেলেছে নির্বাক চিত্তে তাকে উপলব্ধি করেছি,
একজোড়া মায়াবী চোখের পলকে আমি নিজেকে হারিয়েছি শুষ্ক নদীতটে যখন দেখেছি সেই অবয়ব।
কারো একাকীত্বের অন্তর আত্মা আমাকে স্পর্শ করেনি ভাবে উগ্র মূর্তি ঊর্মিমালার বিষাক্ত ছোবল আমি।
শোকানলের মাধ্বী মাদলে সিক্ত কারো নিতম্বের মাতাল সমুদ্রে হারানো সত্তাকে খুঁজি আমি পূজ্যর অর্ঘ্যে,
যৌথ যন্ত্রণার প্লাবিত অমাবস্যায় নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে দেখেছি তোমাকে,
যখন আকাশের সমস্ত নীল মেঘ ওড়নায় মুখ লুকিয়েছে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.