নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩ › বিস্তারিত পোস্টঃ

বিমূর্ত

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯




কাটা লতায় ছেয়ে গেছে আজ বিষাদ আঙ্গিনা
প্রত্যুষের আবির্ভাবে দেখেছিলাম
শিরশ্ছেদে ঘাস-ফুল ডগায় কুহেলিকার চাদর।
নতজানু বৃদ্ধের ক্রুশ বিদ্ধ চাহনি
শত জন্মের আলিঙ্গন, শামুকের খোলসে উলঙ্গ হাসি।
কথার উনুনে তপ্ত জীবনের জয়-রথী, অবসাদে ক্লান্ত
আর কতকাল শিখায় জ্বালাবে সকরুণ আর্তনাদ।
বিবাগী মৃগয়া কস্তূরী ঘ্রাণ ছড়িয়ে উন্মাদ
আরক্তিম নৈশব্দে পাড়ি দেয় মৃত্যু যাতনা।
শ্যাওলা জলে নিমজ্জিত আছে কেউটের ফণা
কত পৌরাণিক অভ্রভেদীর স্মৃতি, দাহের নোনাজলে।
চিত্তের বিকশিতে নিস্তব্ধ সন্ধ্যায় অমলিন মার্জনা।
সেই প্রয়াণে আজ বিমূর্ত সাহসী বালিকা।
ছিন্ন মুকুল, অধরা স্বপ্ন, কাব্যের অর্চনা
অকপটে লিখেছিল কবে কার কবি
সন্তর্পণে চলে গেলে একদিন একাকী।
পদতলে দিয়েছিনু সন্ধ্যা মালতী
শিউলির অবয়বে কামিনীর আরতি।
একদিন সমবেত উল্লাসে গেয়েছিলে গান,
পদ্ম পাতায় দেখিয়াছিলে জ্যোৎস্না স্নান
আঙ্গিনায় খেলেছিল তুমি হাস্যের কলরবে
হৃদয়ে বইছে অর্কেষ্টার তান
প্রণয়ের অভিসারে দেহতত্বের নশ্বর গীত
বলেছিলে আমি বিহনে তুমি শূন্যাতীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

মাহমুদুর রহমান বলেছেন: ্কবিতায় ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.