![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
তুমি জন্মিয়াছ বলেই অর্ধ-চন্দ্রিমা আজ
কথক বাল্য স্মৃতি শুধুই নির্লিপ্ত নীলিমা।
প্রেম মানেই ভাষাহীন আবেগ
নাকের ডগায় ঘাসের নোলক।
তুমি ছুঁয়েছ বলেই অতৃপ্ত পথিক
ভালবাসার আত্মহননে নিমগ্ন।
শঙ্খের আর্তনাদে অভিভূত প্রিয়া
আজ নীলাচলে নতুন সত্ত্বায় আবির্ভূত।
উপমা দিয়েই যদি সব সাজানো যেত
তবে তুমিও হতে নিঃসঙ্গ রাত্রী।
তটিনীর কলরবে পাথর ভাঙ্গবে বলেই
নিশ্চুপ গিরিপথ অস্থির চিত্তে প্রণয়ের পরিহাস।
অনুরণন স্রোতের দাবদাহে মত্ত জাহ্নবী
দর্পণে তুমি চেয়ো নাক প্রতিবিম্ব খুব স্পষ্টভাষী।
তাইতো ভালবাসার কাছে অর্পিত জীবাশ্ম তুমি।
পাথরেরে মূর্তি হয়ে নূপুরের ঝংকারে মত্ত থেকে
বাইজীকে যতই ভালবাসিনা কেন ?
তার দেওয়া প্রেমের অন্তরালে কদর্য দুষ্কৃতী।
তুমি জন্মিয়াছিলে বলেই ধরণীকে
মেঘ বলয়ের খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে সর্পিল বেণীর মত নাঙ্গা দেহকে
পেঁচিয়ে কোন যুবতীর নিম্নাভূমিকে স্পর্শ করতে।
শৈশব কাটিয়ে কৈশোর পেরিয়ে
যৌবনের পদচারণায় উলঙ্গ দমকা বাতাস হয়ে
নগ্ন শিশু হতে, তুমিও নগ্ন হও, নগ্ন হয়ে যাও
যেন দেখনি কোন মেঘহীন বলাকায় উদভ্রান্ত আকাশ।
আর ভালবাস কামকলা শিখে অনন্ত যৌবনকে।
কবিতায় বিস্তৃত হতে চাও যদি সহাস্য বদনে
তবে খুলে দাও সেই দ্বার অধিকারে চাই জীবন্মৃত অভিসার।
সুখের সুষমায় সুরভী তোমার যেন না যায় ঝরে
নৃত্যর-থা কোন ব্যথিতার ভঙ্গিমায় নাচের পুতুল হয়ে।
তখনো একটি কবিতা লেখা হতে পারে স্বহস্তে
কোন কম্পিতা রমণীর নিম্নানাভীমুলে
কাক জোছনায় তুমি কারো বন্ধু হও
হও কারো অর্ধাঙ্গিনী
রাগে অনুরাগে পুষ্প বিহঙ্গ উদার চৈত বনে
নেই কোন অভিলাষ মোর
নিয়েছ তাই দিয়েছিলে যা জন্মের অগোচরে।
২| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১১:৫৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।