নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩

“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!

লিখন ০৩ › বিস্তারিত পোস্টঃ

তাড়িত স্বপ্ন

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২



নির্জন গোধূলির ম্রিয়মাণ আলোয়
শারদ লক্ষ্মীর শুভ্র মেঘের রথে
ভেবেছিনু দুজনে দখিনা পবনে
বর্ষার শত রঞ্জিত স্তব্ধ আলাপনে।
মিলন মাহেন্দ্র সন্ধিক্ষণে
কানন পাশের বাতায়নে
তুমি ছিলে একলা ব্যর্থ প্রয়াস
আর নিরাশার গ্লানি নিয়ে।
মৌন প্রহরের কথার অঙ্কুর
পরিপক্ব হয়ে সূচনা করেছিল একটি গল্পের
আকাশ ভরা তারার অবোধ মিলাতী
আর নিশ্চুপ রাতে চাঁদের আত্মাহুতি।
দেখেছি ঝরনার নিঃসঙ্গ কলতান
অতলান্তিকে বয়ে চলা নদী ঠিক যেন তুমি।
ঝরা বকুলের বিমর্ষ প্রলাপ
গন্ধহীন কাশফুল আনমনা আকাশ।
অশ্রু সিক্ত চোখের ভাষা
দুর্বোধ্য মন বাসনা কি ছিল তাতে ?
দিবার দিব্য মেহেদীর লাল রং
তোমার দেওয়া নীল অম্বরে ব-ধূয়ার বেশ
সে শুধু আমারি জন্য, বলেছিল
সিক্ত বসনে বর্ষতি লগ্নে বর্ষাতি হাতে
খুঁজবে যখন আমায় প্রপাতে।
দেখবে তখন শুকতারা হয়ে আছি
দূর নীলিমাতে।
বেদনার হিয়া-তল স্বপ্ন বেষ্ট বচন
নির্ঝরে স্বপ্ন ভঙ্গ ভঙ্গুর স্ফটিক সম
মনোলোভা তুমিও নত এই স্বপ্ন তীরে।
জীবনের বন্ধুর পথে ছিলে দৃপ্ত ছিলে প্রেরণা
মেঘের বারির মত স্বপ্ন উড়ে চোখের তারায়
ভাবনার সমস্ত অজান্তে মনের
দিয়ে দিলেম তোমায় রেখ না কষ্ট
মুছে ফেল ক্ষত ভেবোনা স্বার্থপর,
পঙ্কিলতা নিঃশেষিত নব আলোতে
তৃষ্ণিত হৃদয় পুলকিত হবে উদয়ের শুভাশিসে।
শরত নিশির ঝরা শিউলি
বসন্তের রক্ত রাগ কৃষ্ণচূড়া
নেই আজ কোন উপমা
চলে গেছ ছাড়িয়ে সব সীমানা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:০৭

মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: চমতকার একটি কবিতা পড়লাম। আবেগতারিত লেখাগুলো বেশি ভালো লাগে। শুভেচ্ছা ভাই।।

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:২৪

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.